Saturday, November 28, 2020

Museum

Bangladesh National Museum 

Museum

Another attraction of the city-Dhaka is the museum. Not one but more than 40. Below are some of the main ones.

Bangladesh National Museum

Its location is at the corner of Shahbagh, the heart of the city. The four-storied museum building, which started functioning in 1973 after the abolition of the traditional Dhaka Museum (inaugurated on August 7, 1913), has 44 galleries on the top three floors in addition to the ground floor. Patterns are displayed. The number of specimens collected is about 6,000. Among the specimens, pictures of national elites including the war of liberation, overall features of the country, traditional resources and two swords are particularly interesting. One sword was used by Nawab Sirajuddaula of Murshidabad and the other by Tipu Sultan, known as the Tiger of Mysore. The first is carved in horizontal and handle ivory. The second is unpredictable. The number of books in a rich library is at least 36,000. Apart from this, various types of meetings, conferences, seminars, symposiums and cultural programs are held in the two auditoriums.

It is open to visitors on all days except Thursday, including holidays declared by the government. However, there is some difference in the schedule. The only Friday schedule is from 2.30pm to 8.30pm. Summer (April-September) other working days from 10.30 am to 5.30 pm and winter (October-March) working days from 9.30 am to 4.30 pm. A visitor. 10.00 can visit the museum by purchasing tickets worth only Rs. For foreign tourists per capita. 85.00 (about $ 1).

The museum is surrounded by the only medical university in Bangladesh, the Central Research Center for Diabetes Treatment and Medicine, AD. Dhaka Club established in 1911, Shishu Park established in 1969, Central General Library, Art College (now Institute of Fine Arts) established in Bakultala in 1954, etc.


Military Museum

Military Museum

Location at Vijay Sarani in Tejgaon area. As soon as you enter, a tank will fall on the left side yard. There are 6 more tanks used by the colonists, some cannons etc. in the premises. Then the two-storey museum building. The main attraction of the ground floor is the vehicles used in the war, the Commander-in-Chief of the Liberation War M. A. G. Kaiser Wilson car used by Osmani etc. In one of the two rooms upstairs, there is a photocopy of the surrender document of the invading Pakistanis on 16th December (1971), a huge picture of the surrender scene, paintings with biographies of former army chiefs, paintings with a list of 6 heroes, names of heroes . In addition to these, there are other weapons. From prehistoric stone tool> ‘Prehistoric stone weapon’ to medieval shield-sword and road-spear, all modern weapons have found a place.

Military museum schedule is 9.00 am to 4.00 pm. Thursday and Friday are weekly holidays. In addition, the museum is closed on all public holidays announced by the government, including optional military holidays.


Daksu Museum


Daksu Museum

Its location on the ground floor below the northwest corner of the Daksu building. The exhibition includes ample photographs and photographs of national movements, pictures of linguists with various information, mango trunks of the wiped out Amtala, various posters of 1971, photographs of genocide, pictures of early VPs and GSs of Daksur history, various letters of the university, rare publications, used by Shaheed Janani Jahanara Imam. In short, it shows the long struggling biography of Dhaka University-centric traditional student-politics. Along the north is Madhur Canteen (originally the dance hall of Ahsan Manzil residents), the maternity ward of student politics.

Language Movement Museum


Language Movement Museum

Dhanmondi 10 no. (Linguist Kazi Golam Mahbub) 5 not on the road. The house was established in 2000. The main attractions are the various patterns of the language movement; For example, the mouthpieces of the language movement are the original copies of 'Saptahik Sainik' and 'Nao-Belal'. Besides, there are various data based on library, film, computer etc. Documentation activities including research are also in progress.


Nazrul Museum


Nazrul Museum

Location of Nazrul Institute in Lalmatia Mahalla. The special attraction of the exhibition is the portraits of Kazi Nazrul painted by eminent artists of the country, paintings of different ages of the poet, some photographs of the declining age, an authentic sculpture of the poet, 3 busts, 3 manuscripts, letters, gramophones, posters, books etc.


Sheikh Russell Memorial Museum

The museum is located on the east-west side of the Shishu Academy building next to Doel Chattar in the southwest corner of Suhrawardy Udyan. The 72 bases on the ground floor of the museum are decorated with dioramas titled 'Bangladesh Yuge Yuge' with scenes from different periods of history. Upstairs, under the title 'Let's see the world', the folk life and biodiversity of different countries of the world have been highlighted.


Maula Box Sardar Memorial Museum

Farasganj 24 no. A small exhibition has been organized on the second floor of a building in Mohini Mohan Das Lane. In the exhibition, all the utensils used in the Mawla Box family of the city-Dhaka from one and a half to two hundred years ago, including pottery, hookah, gold-plated garments, gramophone, lamp-making, silver-made drinking bowl and rose petals, perfume etc. are used in the city-Dhaka. There are also giant old-fashioned television sets, watches of various models, telephones, electronic record players, radio sets, equipment used by Armenians in indoor games, gun cartridges, Dhaka etc.

Liberation War Museum


Liberation War Museum

5 no. In a two-storey building in the old days in the teak garden. The company, which started its journey in 1996, has been shifted to its own building in Agargaon from April 2016. The exhibition contains more than 21,000 specimens from the ancient period of Bangladesh to the liberation war. Among the specimens are flags used during the war of liberation, various materials commemorating the martyred freedom fighters, equipment of Joybangla radio station, skulls of the martyrs and the dead. Visitors can visit the museum by purchasing tickets of fixed value from 10.00 am to 6.00 pm on summer days other than Sundays and from 5.00 pm on other winter days. However, children under the age of 8 do not need a ticket.

In addition to exhibitions, the museum organizes special events on nationally significant days. In addition, the museum is conducting a total of 6 projects on Outreach, Independence Day, Mobile Museum, Conservation, Combined Outreach and thematic titles. As of March 2006, 3,338 photographs had been collected in the expansion of the last project alone; 6,738 news cutting; 2,001 documents and 1,844 miscellaneous materials indirectly related to the war of liberation. Apart from this, the museum also houses some portraits of world famous Bengali Buddhist personality Shri Atish Dipankar along with portraits, liberation war essays, documentaries, magazines, periodicals and an archive.

The museum also houses blood-stained clothes of Assad, who was martyred in 1989, commemorative election results of 1970, commemorative images of four national leaders and other items used. Besides, there are many monuments of the leaders and activists involved in the anti-British movement.

Other places of interest are the Secretariat, Press Club, AD. Institutions such as the lovely Chameli Bhavan (now Sidrap Bhavan), the National Eidgah, the Supreme Court, etc., built in 1920.

However, the process of moving to a new building for the museum has already begun.


Bangabandhu Sheikh Mujibur Rahman Memorial Museum

Dhanmondi residential area 32 no. (New: 11) 7 on the side of the road. Location at (new no. 10). The main subject of the exhibition of the museum is Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. AD He was born on 17 March 1920 in an ordinary Muslim family in Tungipara, an upazila in the present Gopalganj district. After his birth, everyone called him Khoka. He started his education at the age of 6. When he was an eighth grader, he started gaining proximity to the first line political leaders of that time. He was imprisoned for the first time in 1936 due to government anger. He joined the first political party after two and a half years. While a student at Islamia College in Calcutta, he became fully active in direct politics. He received his B.A. from college. After obtaining the degree, he was admitted in the law department of Dhaka University. He was at the forefront of every movement from the language movement to the election of the United Front. In 1966, he introduced the 6-point Charter on the Rights of Bengali-speaking people of East Pakistan. Soon after, the naked sword of the neo-colonialists came down on him. Conspiracies were hatched in various cases and unlimited torture was carried out by keeping them in jail. In 1979, the people organized a mass movement and rescued him. In 1970, it was those people who led his party to victory in the elections. However, the neo-colonists continued to delay the transfer of power through various excuses. Forced to do so, he declared at the largest ever public meeting at Suhrawardy Udyan on March 7, 1971,

‘... we will liberate this country inshaAllah’.

On the night of March 25, the neo-colonial monster army suddenly jumped on the sleeping people. In the early hours of the next night, just before he was imprisoned, he again called on all to take part in the fight to free the country from enemy siege. Nine months pass. Along with the patriotic people, military, paramilitary and the whole Bengali speaking people continue to shed blood in the war of liberation. On December 16, the neo-colonial power surrendered. Signed the document of defeat. On 10 January 1972, Bangabandhu returned to his homeland and took power. But August 15, 1975 is not present. Not on 11 roads. In the 10-storey building, some misguided army members were martyred along with some relatives and their families (except two souls). The lion's share of his long political career was spent in this building.

On 14 August 1994, the museum was started on the ground floor of the building on the initiative of the surviving Atmajagans. AD 26.10 sq.m. in 2011. The exhibition system was further enhanced by expanding the floor space. At present, research and office activities are going on from the second floor to the fourth floor exhibition and the fifth floor library. The ground floor is dedicated to Bangabandhu's father Sheikh Lutfar Rahman and mother Saira Khatun. There are a total of 31 themes in the exhibition.

When you come out, you will see walls with bullet wounds, blood scattered on the floor, blood-stained clothes, various patterns of family and career, national movement, various photographs of political upheaval, etc. The museum can be visited on any day other than Wednesday from 10.00 am to 5.00 pm by purchasing tickets at a fixed price per person. However, children under the age of 12 can only enter for free on Fridays. On other days, tickets for children up to 3 years of age do not have to be purchased.

Postal Museum

Postal Museum

Located on the third floor of the GPO building adjacent to Dhaka Zeropoint. AD Launched in 1997, the two-room museum features natural beauties with a brief introduction of about 3,000 postage stamps and 191 countries belonging to the Universal Postal Union, the administrative structure of the local postal service, runner> 'rural postman's dummy and used materials, and international postal services. Oil paintings of eminent personalities, letterboxes used since the Victorian period, 12 scaleboxes made at least 150 years ago, scales weighing up to 8 pounds, metal stamppads of the past, leather postal peon's bags, franking machines, posters, Equipment used for postal work (lanterns, bugles, swords, guns, dimlights, knives, locks, seals), postcards, envelopes, official correspondence, postal publications and various information related to departmental history are displayed. On any official working day, a visitor can visit the museum from 9.00 am to 4.00 pm without a ticket. Most importantly, there is no other such museum in this country.


Dhaka City Museum

Dhaka City Museum

Located on the sixth floor of Dhaka Nagar Bhaban. AD Established in 1997. It displays various types of patterns and photographs related to the history and heritage of Dhaka. One of the attractions of the exhibition is the portraits of Nawabs, Sardars and Panchayat members of Dhaka, newspaper cuttings with various photographs of the pre-independence national movement, printing presses of old Dhaka, household appliances, paper coins including metal etc. Closed on Fridays and Saturdays, including public holidays. Other days it is open from 9.00 am to 5.00 pm. Anyone can come out by paying a fixed fee per person.


National Museum of Scince & Technology


National Museum of Science and Technology

A large dinosaur sculpture made of cement and sand stands in the front yard of the museum located in the administrative area of ​​Agargaon. There are 6 galleries on the ground floor of the building. These are galleries titled Information Technology, Fun Sciences, Physics, Techniques and Biology. A gallery is currently closed. Upstairs is a library stocked with a variety of science books. It is open daily from 9.00 am to 5.00 pm except Sundays and public holidays. Anyone can come out by paying a fixed fee per person. However, children under the age of 5 do not have to pay any collection. In addition, the museum often hosts science-based film and video shows on various occasions. Especially every Saturday and Sunday from 6.00 pm to 6.30 pm, telescope observation of planets and stars can be enjoyed. In order to enjoy, you have to pay a fixed amount per person.

More about this source textSource text required for additional translation information

Other museums

Among the other museums in the city-Dhaka, Salimullah Muslim Hall is located at the southwest corner of the building. Shaheed Janani Jahanara Imam Memorial Museum on the second floor of the house, Sunny Car Museum of Banglamotor, Police Museum at Rajarbagh Police Headquarters, Supreme Court Museum at Bangladesh Supreme Court Building, Exhibition at BSIC Design Center Building, various museums of Dhaka University (Geography and Environment Museum). Tarafdar Museum, Zoology Museum and Fish Museum), Sir Salimullah Medical College Anatomy Museum, Dhaka Medical NTC Museum, Ulfat Ara Museum in Boxibazar, Nazrul Museum in Nazrul Academy, Air Force Headquarters Building Rifles Museum, Bangabandhu Memorial Museum of Old Central Jail and Memorial Museum of Four National Leaders, Memorial Museum of 25th March, Shikha Anirban Complex of Suhrawardy Udyan and 2 no. Money Museum of Bangladesh Bank in Mirpur is one of them.

In this context, it is worth mentioning that the Central Jail has now (2016) been shifted to Keraniganj on the other side of the Buriganga. And there are various issues of history involved with the old one. Its construction was originally started during the Sultanate period. So AD. It was also known as Purana Kella, Badshahi Kella etc. in the early seventeenth century. By reforming it, Islam Khan first pointed out his work center in it. Then it has been enlarged and transformed in various ways. Over the next two hundred years, numerous structures have sprung up around it. Even Subedar Shaista Khan, on his departure from Dhaka, closed one of its gates and posed a challenge to the next rulers: Again, if anyone could arrange to sell eight manas of rice for the same amount as in my time, he alone would reserve the right to open the gate. Most of the installations in its vicinity were gradually wiped out. Among the extinct monuments are the Churihatta Mosque (but the inscription is still intact), Naswalagali, Girad-i Killa, etc. Some of the surviving specimens are described elsewhere in this book. Most importantly, AD. A mint was established in it in the nineteenth century. In continuation of those memories, most of the festivals of Dhaka (especially Eid, Muharram) started around the middle of the last century. In particular, the Eid procession started from the Shaistakhan Shahi Mosque in the southwest corner (two-storey, now rebuilt) and ended at the entrance of Nimtali. Symbolic Naib-Nazims and Nawabs took part.

At present, an exhibition has been organized inside the fort to commemorate Bangabandhu's imprisonment and the memory of four national martyred leaders.

More about this source textSource text required for additional translation information


 বাংলাদেশ জাতীয় জাদুঘর 

শহরের প্রাণকেন্দ্র শাহবাগের মোড়ে এর অবস্থান। ঐতিহ্যবাহী ঢাকা যাদুঘর’র (খ্রি. ১৯১৩ সালের ৭ই আগস্ট উদ্বোধন করা) বিলুপ্তি ঘটিয়ে ১৯৮৩ সাল থেকে যাত্রা শুরু করা এ চার তলা জাদুঘর ভবনটি নিচের তলা ব্যতীত উপরের তিনটি তলার ৪৪টি গ্যালারিতে সমকালীন বিশ্ব সভ্যতাসহ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পৃক্ত কমপক্ষে ১০,০০০টি মূল নিদর্শন প্রদর্শিত আছে। সংগৃহীত নিদর্শনের সংখ্যা প্রায় ৮৬,০০০। নিদর্শনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধসহ জাতীয় বরেণ্য ব্যক্তিগণের ছবি, দেশের সামগ্রিক বৈশিষ্ট্য, ঐতিহ্যিক সম্পদ ও দুটি তলোয়ার বিশেষভাবে আকর্ষণীয়। একটি তলোয়ার মুর্শিদাবাদের নবাব সিরাজউদদৌলা এবং অপরটি মহিশুরের বাঘ নামে খ্যাত টিপু সুলতান ব্যবহার করতেন। প্রথমটি অনুভূমিক এবং হাতল হাতির দাঁতে কারুকাজ করা। দ্বিতীয়টি অঞ্চিত। সমৃদ্ধ গ্রন্থাগারে বই’র সংখ্যা কমপক্ষে ৩৬,০০০টি। এ ছাড়া দুটি মিলনায়তনে বিভিন্ন ধরনের সভা, সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে।

সরকার ঘোষিত ছুটির দিনগুলোসহ প্রতি বৃহস্পতিবার ব্যতীত অন্যান্য দিনগুলোতে দর্শকদের জন্য খোলা থাকে। তবে সময়সূচিতে কিছুটা পার্থক্য আছে। কেবল শুক্রবারের সময়সূচি হলো বিকেল ২.৩০টা থেকে রাত ৭.৩০টা। গ্রীষ্মকালীন (এপ্রিল-সেপ্টেম্বর) অন্যান্য কর্মদিবসে সকাল ১০.৩০ থেকে বিকেল ৫.৩০ এবং শীতকালীন (অক্টোবর-মার্চ) কর্মদিবসে সকাল ৯.৩০ থেকে বিকেল ৪.৩০। একজন দর্শক টা. ১০.০০ মাত্র মূল্যমানের টিকিট ক্রয় করে জাদুঘর পরিদর্শন করতে পারে। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি টা. ৭৫.০০ (প্রায় $ ১ ডলার) ধার্য করা হয়েছে।

জাদুঘরটি ঘিরে রয়েছে বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডায়াবেটিস চিকিৎসার কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র ও চিকিৎসালয়, খ্রি. ১৯১১ সালে প্রতিষ্ঠিত ঢাকা ক্লাব, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত শিশুপার্ক, কেন্দ্রীয় সাধারণ পাঠাগার, ১৯৫৪ সালে বকুলতলায় প্রতিষ্ঠিত আর্ট কলেজ (বর্তমান চারুকলা ইন্সটিটিউট) প্রভৃতি স্বনামধন্য প্রতিষ্ঠান। 

সামরিক জাদুঘর 

তেজগাঁও এলাকার বিজয় সরণিতে অবস্থান। ঢুকতেই বাঁ পাশের অঙ্গনে পড়বে একটি ট্যাঙ্ক। চত্বরে আরও রয়েছে নব্যঔপনিবেশিকদের ব্যবহৃত আরও ৭টি ট্যাঙ্ক, ক’টি কামান প্রভৃতি। এরপর দোতলা জাদুঘর ভবন। নিচের তলার প্রধান আকর্ষণ যুদ্ধে ব্যবহৃত যানবাহন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম. এ. জি. ওসমানীর ব্যবহৃত কাইজার উইলসন গাড়ি প্রভৃতি। উপরের তলার দুটি কোঠার একটিতে ১৬ই ডিসেম্বরে (১৯৭১ সাল) হানাদার পাকিস্তানিদের আত্মসমর্পণ দলিলের ছায়ালিপি, আত্মসমর্পণকালীন দৃশ্যের বিশাল আকৃতির ছবি, সাবেক সেনাপ্রধানগণের জীবনীসহ চিত্রকর্ম, ৭ জন বীরশ্রেষ্ঠের তালিকাসহ চিত্রকর্ম, বীরোত্তম ও বীরপ্রতীকগণের নামের তালিকা, সেনাসদস্যগণের সাজপোশাক (টুপি, ব্যাজ, উর্দি) প্রভৃতি। এগুলোর পাশাপাশি আরও রয়েছে অস্ত্রশস্ত্র। prehistoric stone tool> ‘প্রাগৈতিহাসিক শিলাস্ত্র’ থেকে শুরু করে মধ্যযুগীয় ঢাল-তলোয়ার ও সড়কি-বল্লমসহ আধুনিক সব মারণাস্ত্রই ঠাঁই পেয়েছে। 

সামরিক জাদুঘরের সময়সূচি সকাল ৯.০০ থেকে বিকেল ৪.০০ টা। বৃহস্পতি ও শুক্র সাপ্তাহিক ছুটির দিন। এ ছাড়াও জাদুঘরটি সেনাবাহিনীর ঐচ্ছিক ছুটিসহ সরকার ঘোষিত সব ছুটির দিনে বন্ধ থাকে।


ডাকসু সংগ্রহশালা

ডাকসু ভবনের উত্তরপশ্চিম কোণের নিচের তলায় এর অবস্থান। প্রদর্শনীতে আছে জাতীয় আন্দোলনগুলোর পর্যাপ্ত ছবি ও আলোকচিত্র, ভাষাসৈনিকগণের নানা তথ্যসহ ছবি, নিশ্চিহ্ন আমতলার আমগাছের গুঁড়ি, একাত্তরের বিভিন্ন পোস্টার, গণহত্যার আলোকচিত্র, ডাকসুর ইতিহাসের গোড়ার দিকের ভিপি ও জিএসগণের ছবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিঠিপত্র, দুর্লভ প্রকাশনা, শহিদজননী জাহানারা ইমামের ব্যবহৃত কিছু সামগ্রী প্রভৃতি। মোটকথা, এতে প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঐতিহ্যবাহী ছাত্র-রাজনীতির সুদীর্ঘ সংগ্রামী জীবনালেখ্য। এর বরাবর উত্তরে ছাত্র রাজনীতির সুতিকাগার মধুর কেন্টিন (মূলত আহসান মঞ্জিলের বাসিন্দাদের নাচঘর)।

ভাষা আন্দোলন জাদুঘর 

ধানমন্ডি ১০ না. (ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব) সড়কের ৫ না. বাড়িতে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রধান আকর্ষণ ভাষা আন্দোলনের নানান নিদর্শন; যেমন-ভাষা আন্দোলনের মুখপত্র ‘সাপ্তাহিক সৈনিক’ ও ‘নও-বেলাল’ পত্রিকার মূল কপি। এ ছাড়া রয়েছে গ্রন্থাগার, ফিল্ম, কম্পিউটার প্রভৃতি ভিত্তিক নানা তথ্য-উপাত্ত। গবেষণাসহ ডকুমেন্টেসন কার্যক্রমও সচল রয়েছে।

নজরুল জাদুঘর 

লালমাটিয়া মহল্লায় নজরুল ইন্সটিটিউটের অবস্থান। প্রদর্শনীর বিশেষ বিশেষ আকর্ষণ হলো দেশের বিশিষ্ট শিল্পীগণের আঁকা কবি কাজী নজরুলের পোট্রেট, কবির বিভিন্ন বয়সের ছবি, পড়ন্ত বয়সের কিছু আলোকচিত্র, কবির একটি প্রামাণ্য আকারের ভাস্কর্য, ৩টি আবক্ষমূর্তি, কবির নিজ হাতে লেখা পাণ্ডুলিপি, চিঠি, গ্রামফোন, পোস্টার, বই প্রভৃতি। 


শেখ রাসেল স্মৃতি জাদুঘর 

সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণপশ্চিম কোণে দোয়েল চত্বরের পাশে শিশু একাডেমি ভবনের পুবাংশে এ জাদুঘরের অবস্থান। জাদুঘরের নিচের তলার ৭২টি আধারে ‘বাংলাদেশ যুগে যুগে’ শিরোনামে ইতিহাসের বিভিন্ন পর্বের দৃশ্য সংবলিত ডায়োরমা সাজান রয়েছে। উপরের তলায় ‘দেখবো এবার জগৎটাকে’ শিরোনামে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজ জীবন ও জীববৈচিত্র্য তুলে ধরা হয়েছে। 


মাওলা বক্স সর্দার স্মৃতি জাদুঘর 

ফরাসগঞ্জের ২৪ না. মোহিনী মোহন দাস লেনের একটি ভবনের দোতালায় ছোট পরিসরে এর প্রদর্শনী আয়োজিত হয়েছে। প্রদর্শনীতে শহর-ঢাকার আদিবাসিন্দা মাওলা বক্স পরিবারে দেড়-দু’শ বছর আগে থেকে ব্যবহৃত সব দ্রব্যসামগ্রীসহ শহর-ঢাকায় সে আমলে ব্যবহৃত হাঁড়িকুড়ি, হুক্কা, সোনারুপার কারুকাজময় পোশাকআশাক, গ্রামোফোন, বাতিদান, রুপার তৈরি পানের বাটা ও গোলাপপাশ, আতরদান প্রভৃতি ঠাঁই পেয়েছে। পাশাপাশি রয়েছে পুরনো দিনের বিরাটাকার টেলিভিশন সেট, বিভিন্ন মডেলের ঘড়ি, টেলিফোন, বৈদ্যুতিক রেকর্ড প্লেয়ার, রেডিও সেট, আন্টাঘরে আর্মেনীয়দের খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি, বন্দুকের কার্তুজ রাখার খাপ, ঢাকার ইতিহাস সংক্রান্ত পুরনো প্রকাশনা প্রভৃতি।


বাঙালি সমগ্র জাদুঘর 

২৩৫/২এ্যালিফেন্ট রোডের ‘খায়ের ম্যানসন’ নামক ভবনে অবস্থান। প্রদর্শনীর মূল আকর্ষণ ৬০ জন বাংলাদেশি কৃতবিদ্যগণের আবক্ষচিত্র, ৭০টি স্মারক নিদর্শন, শতাধিক আত্মজৈবনিক, সাক্ষাৎকার ভিত্তিক জীবনচিত্র, সহস্রাধিক বই, আলোকচিত্র, সংবাদপত্রের কাটিং প্রভৃতি। সেগুলোর মধ্যে বিশেষ আকর্ষণীয় হলো রবীঠাকুরের নিজ হাতে লেখা একটি কবিতার পাণ্ডুলিপি, শিল্পী আবদুল লতিফের ব্যবহৃত দোতারা, চলচ্চিত্রকার আলমগীর কবিরের ব্যবহৃত ক্যামেরা, ওস্তাদ আলাউদ্দীন খাঁ’র গানের স্বরলিপি, পটুয়া আবুল কাশেম ও কামরুল হাসানের অঙ্কিত ক’টি চিত্রকর্ম প্রভৃতি। দুর্লভ পত্রিকার মধ্যে অন্যতম হলো ১৯২২ সালে বিদ্রোহী কবির সম্পাদিত ‘ধূমকেতু’র একটি সংখ্যা। শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০.০০-দুপুর ২.০০ ও বিকেল ৪.০০ থেকে রাত ৮.০০টা (শুক্রবার বিকাল ৪.০০ থেকে রাত ৮.০০টা) দর্শকদের জন্য খোলা থাকে। 


মুক্তিযুদ্ধ জাদুঘর 

৫ নং. সেগুন বাগিচায় পুরনো দিনের একটি দোতলা ভবনে খ্রি. ১৯৯৬ সাল থেকে যাত্রা শুরু করা এ মহতি প্রতিষ্ঠানটি এপ্রিল ২০১৭ থেকে আগারগাঁও-ও নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে। প্রদর্শনের এতে আছে বাংলাদেশের প্রাচীন আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ব্যাপ্তির ২১ হাজারেরও বেশি নিদর্শন। নিদর্শনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন ব্যবহৃত পতাকা, শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিময় বিবিধ উপকরণ, জয়বাংলা বেতার কেন্দ্রের যন্ত্রপাতি, শহিদ ও নিহতদের মাথার খুলি প্রভৃতি অন্যতম। রবিবার ব্যতীত গ্রীষ্মকালীন অন্যান্য দিনে সকাল ১০.০০ থেকে সন্ধ্যে ৬.০০টা এবং শীতকালীন অন্যান্য দিনে সন্ধ্যে ৫.০০টা পর্যন্ত একজন দর্শক নির্দিষ্ট মূল্যমানের টিকিট ক্রয় করে জাদুঘরটি পরিদর্শন করতে পারে। তবে অনূর্ধ্ব ৬ বছর বয়সি শিশুদের টিকিট লাগে না।

প্রদর্শনী ছাড়াও জাদুঘরটি জাতীয় তাৎপর্যময় দিনগুলোতে বিশেষ বিশেষ ধরনের অনুষ্ঠানমালা আয়োজন করে থাকে। তদুপরি এ জাদুঘর আউটরিচ, স্বাধীনতা উৎসব, ভ্রাম্যমাণ জাদুঘর, সংরক্ষণ, কমবাইন্ড আউটরিচ এবং বিষয়ভিত্তিক শিরোনামের মোট ৬টি প্রকল্প পরিচালনা করছে। কেবলমাত্র শেষের প্রকল্পটির সম্প্রসারণে মার্চ ২০০৬ পর্যন্ত সংগৃহীত হয়েছিল ৩,৩৩৬টি আলোকচিত্র; ৭,৭৩৮টি সংবাদ কাটিং; ২,০০১টি দলিল এবং মুক্তিযুদ্ধের সাথে পরোক্ষভাবে সম্পৃক্ত ১,৬৪৪টি বিবিধ সামগ্রী। এ ছাড়াও জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে বিশ্বখ্যাত বাঙালি বৌদ্ধ ব্যক্তিত্ব শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের কিছু রচনাবলিসহ প্রতিকৃতি, মুক্তিযুদ্ধ রচনাবলি, প্রামাণ্যচিত্র, ম্যাগাজিন, সাময়িকী ও একটি মহাফেজখানা।

জাদুঘরটিতে আরও রয়েছে ১৯৬৯ সালে শহিদ হওয়া আসাদের রক্তমাখা জামা, ১৯৭০ সালের নির্বাচনের ফলাফলের স্মারকচিত্র, জাতীয় চার নেতার স্মারক চিত্রসহ ব্যবহৃত কিছু সামগ্রী প্রভৃতি। পাশাপাশি রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত নেতাকর্মীদের স্মৃতি নিজড়িত বহু নিদর্শন।

এর চারপাশের অন্যান্য বেড়ানর জায়গাগুলো হলো সচিবালয়, প্রেসক্লাব, খ্রি. ১৯২০ সালে নির্মিত সুদৃশ্য চামেলি ভবন (বর্তমান সিডরাপ ভবন), জাতীয় ঈদগাহ, সুপ্রিম কোর্ট প্রভৃতি প্রতিষ্ঠান। 

তবে ইতিমধ্যে জাদুঘরটির জন্য নতুন ভবনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর 

ধানমন্ডি আবাসিক এলাকার ৩২ নং. (নতুন : ১১) সড়কের পাশে ৬৭৭ না. (নতুন না. ১০)-এ অবস্থান। জাদুঘরটির প্রদর্শনীর মুখ্য বিষয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খ্রি. ১৯২০ সালের ১৭ই মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার উপজেলা-শহর টুঙ্গিপাড়ার এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পর তাঁকে সবাই খোকা নামে ডাকত। ৭ বছর বয়সে শিক্ষাজীবন শুরু করেছিলেন। অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালে তৎকালীন প্রথম সারির রাজনৈতিক নেতাগণের সান্নিধ্য লাভ শুরু করেছিলেন। সরকারি রোষানলে পড়ে ১৯৩৮ সালে প্রথম কারাবরণ করেন। আড়াই বছর পর প্রথম রাজনৈতিক দলে যোগদান করেন। কলকাতার ইসলামিয়া কলেজে ছাত্র থাকাকালীন প্রত্যক্ষ রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হয়ে পড়েন। সে কলেজ থেকে বি.এ. ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্বদ্যিালয়ের আইন বিভাগে ভর্তি হন। ভাষা আন্দোলন থেকে শুরু করে যুক্তফ্রন্টের নির্বাচন পর্যন্ত প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির একজন হয়ে। ১৯৬৬ সালে পেশ করেছিলেন পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষের স্বাধিকারের সনদ ‘৬-দফা’। তার পর পরই তাঁর উপর নেমে এসেছিল নব্যউপনিবেশবাদিদের নাঙ্গা খড়গ। ষড়যন্ত্রমূলকভাবে নানান মামলায় ফাসিয়ে এবং জেলে পুরে রেখে চালান হয়েছিল সীমাহীন নিপীড়ন। ১৯৬৯ সালে জনগণ গণআন্দোলন সংগঠিত করে তাঁকে উদ্ধার করেছিল। ১৯৭০ সালে সে জনগণই তাঁর দলকে নির্বাচনে জয়ী করিয়ে এনেছিল। অথচ নানান টালবাহানা করে নব্যঔপনিবেশিকরা ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করতে থাকে। বাধ্য হয়ে তিনি ১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের স্মরণাতীত কালের সবচে বড় জনসভায় ঘোষণা করেছিলেন, 

‘...এ দেশকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ’।

২৫শে মার্চ দিনগত রাতে নব্যঔপনিবেশিকদের দানব সেনাবহিনী অকস্মাৎ ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। পরের রাতের প্রথম প্রহরে কারারুদ্ধ হওয়ার আগেভাগেই তিনি তারবার্তায় সকলকে একযোগে দেশকে শত্রুর অবরোধ মুক্ত করার যুদ্ধে অংশগ্রহণের জন্য পুনরায় আহ্বান জানিয়েছিলেন। কেটে যায় ন’মাস। দেশপ্রেমিক মানুষের পাশাপাশি সামরিক, আধাসামরিক তথা গোটা বাংলাভাষী মানুষ রক্ত ঝরাতে থাকে দেশ মুুক্তির যুদ্ধে। ১৬ই ডিসেম্বর নব্যঔপনিবেশিক শক্তি আত্মসমর্পণ করে। স্বাক্ষর করে পরাজয়ের দলিলে। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু মুক্ত স্বদেশে ফিরে এসে ক্ষমতার হাল ধরেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বর্তমান না. ১১ সড়কের না. ১০ দোতলা ভবনটিতে কতিপয় পথভ্রষ্ট সেনা-সদস্যদের হাতে কয়েক জন আত্মীয়-পরিজনসহ সপরিবারে (দু’আত্মজা ব্যতীত) শহিদ হয়েছিলেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডের সিংহভাগই সম্পাদিত হয়েছিল এ ভবনটিতে। 

১৯৯৪ সালের ১৪ই আগস্ট ভবনটির নিচের দুটি তলায় বেঁচে থাকা আত্মজাগণের উদ্যোগে জাদুঘর কার্যক্রম সূচিত হয়। খ্রি. ২০১১ সালে ২৮৮.১০ বর্গমি. মেঝায়তন সম্প্রসারিত করে প্রদর্শনী ব্যবস্থাকে আরও উন্নীত করা হয়েছিল। বর্তমানে দোতালা থেকে চারতলে প্রদর্শনী এবং পাঁচতলায় গ্রন্থাগারসহ গবেষণা ও দাফতরিক কার্যক্রম চলছে। নিচের তলাটি বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়েরা খাতুনের প্রতি নিবেদিত রাখা হয়েছে। প্রদর্শনীতে মোট ৩১টি থিম রয়েছে। 

বেরিয়ে এলে বুলেটবিদ্ধ ক্ষত চিহ্ন সংবলিত দেয়াল, মেঝের উপর ছড়িয়ে থাকা রক্ত, রক্তমাখা পোশাক-পরিচ্ছদ, পারিবারিক ও কর্মজীবনের বিবিধ নিদর্শন, জাতীয় আন্দোলন, রাজনৈতিক উত্থানের নানান আলোকচিত্র প্রভৃতি দেখা যাবে। জাদুঘরটি বুধবার ব্যতীত অন্য যেকোনো দিন সকাল ১০.০০ থেকে সন্ধ্যে ৫.০০ টা পর্যন্ত জনপ্রতি নির্ধারিত মূল্যমানের টিকেট ক্রয় করে পরিদর্শন করা যায়। তবে ১২ বছর বয়সের নিচের শিশুরা কেবল শুক্রবার বিনামূল্যে প্রবেশ করতে পারে। অন্যান্য দিনে ৩ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য টিকিট ক্রয় করতে হয় না। 


পোস্টাল মিউজিয়াম 

ঢাকা জিরোপয়েন্টের লাগোয়া জিপিও ভবনের তিন তলায় অবস্থান। খ্রি. ১৯৯৬ সালে চালু হওয়া দু’কক্ষ বিশিষ্ট এ জাদুঘরটিতে দেশবিদেশের প্রায় ৩,০০০ ডাকটিকিট ও ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন ভুক্ত ১৯১টি দেশের সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ, দেশীয় ডাকসেবার প্রশাসনিক কাঠাম, রানার> ‘গ্রামীণ ডাকবাহক’র ড্যামি ও ব্যবহৃত সামগ্রী, আন্তর্জাতিক ডাকসেবার সাথে সম্পৃক্ত বরেণ্য ব্যক্তিত্বগণের তৈলচিত্র, ভিক্টোরিয়ান শাসনামল থেকে এযাবৎ ব্যবহৃত হয়ে আসা লেটারবক্স, অন্তত দেড়শ বছর আগে তৈরি ১২টি স্কেলবক্স, ৭ মন পর্যন্ত ওজন করার উপযোগী দাঁড়িপাল্লা, অতীত দিনের ধাতব স্ট্যাম্পপেড, চামড়ার তৈরি ডাক পিয়নের থলি, ফ্রাংকিং মেশিন, ডাকপিয়নদের সাজপোশাক, রানারদের (ডাকহরকরা) ডাকবহনের কাজে ব্যবহৃত সরঞ্জাম (লন্ঠন, বিউগল, তরবারি, বন্দুক, ডিমলাইট, ছুরি, তালাচাবি, সিলমোহর), পোস্টকার্ড, খাম, দাফতরিক চিঠিপত্র, ডাকবিষয়ক প্রকাশনা এবং বিভাগীয় ইতিহাস সংশ্লিষ্ট বিবিধ তথ্যাদি প্রদর্শিত হচ্ছে। সরকারি যেকোনো কর্মদিবসে একজন দর্শক সকাল ৯.০০ থেকে বিকেল ৪.০০টা পর্যন্ত বিনা প্রবেশটিকিটে এ জাদুঘর পরিদর্শন করতে পারেন। সবচে বড় কথা, এ দেশে এ ধরনের আর দ্বিতীয় জাদুঘর নেই। 


ঢাকা নগর জাদুঘর 

ঢাকা নগর ভবনের ছ’তলায় অবস্থিত। খ্রি. ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত। এতে ঢাকার ইতিহাস-ঐতিহ্য সংশ্লিষ্ট নানান ধরনের নিদর্শন ও আলোকচিত্র প্রদর্শিত আছে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ঢাকার নবাব, সর্দার ও পঞ্চায়েত সদস্যগণের প্রতিকৃতি, স্বাধীনতাপূর্ব জাতীয় আন্দোলনের বিবিধ আলোকচিত্রসহ পত্রিকার কাটিং, পুরনো ঢাকার মুদ্রণ যন্ত্র, গৃহস্থালি সরঞ্জাম, ধাতবসহ কাগুজে মুদ্রা প্রভৃতি। সরকারি ছুটির দিনসহ শুক্র ও শনিবার বন্ধ থাকে। অন্যান্য দিন সকাল ৯.০০ থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি নির্ধারিত আদায়ি পরিশোধ করে যে কেউ বেড়িয়ে আসতে পারে।


জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর 

আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত এ জাদুঘরের সামনের চত্বরে সিমেন্ট ও বালি দিয়ে নির্মিত বড় আকারের একটি ডাইনসর ভাস্কর্য দাঁড়িয়ে আছে। ভবনের ভেতর নিচের তলায় রয়েছে ৭টি গ্যালারি। এগুলো হলো তথ্য প্রযুক্তি, মজার বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কৃৎকৌশল বিজ্ঞান ও জীববিজ্ঞান শিরোনামের গ্যালারি। একটি গ্যালারি বর্তমানে বন্ধ রয়েছে। উপরের তলায় বিজ্ঞান বিষয়ক নানান ধরনের বই দিয়ে ঠাসা একটি গ্রন্থাগার রয়েছে। রবিবারসহ সরকারি ছুটির দিনগুলো ব্যতীত প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি নির্ধারিত আদায়ি পরিশোধ করে যে কেউ বেড়িয়ে আসতে পারে। তবে অনূর্ধ্ব ৫ বছর বয়স্ক শিশুদের কোনো আদায়ি পরিশোধ করতে হয় না। এ ছাড়া বিভিন্ন উপলক্ষে প্রায়ই জাদুঘরটিতে বিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্র এবং ভিডিও সো আয়োজিত হয়। বিশেষ করে প্রতি শনি ও রবিবার সন্ধ্যে ৬.০০ টা থেকে সন্ধ্যে ৭.৩০ পর্যন্ত টেলিস্কোপের মাধ্যমে গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ উপভোগ করা যায়। উপভোগ করতে হলে জনপ্রতি নির্ধারিত আদায়ি পরিশোধ করতে হয়। 


অন্যান্য জাদুঘর 

শহর-ঢাকার অন্যান্য জাদুঘরগুলোর মধ্যে সলিমুল্লা মুসলিম হল ভবন’র দক্ষিণপশ্চিম কোণস্থ ভাষা শহিদ বরকত জাদুঘর, সেনানিবাস জাদুঘর, এ্যালিফেন্ট রোডের ৩৫৫ না. বাড়ির দোতলার শহিদজননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর, বাংলামোটরের সানির কার মিউজিয়াম, রাজারবাগ পুলিশ সদরের পুলিশ মিউজিয়াম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের সুপ্রিম কোর্ট সংগ্রহশালা, বিসিক নকশা কেন্দ্র ভবনের প্রদর্শনীশালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জাদুঘর (ভূগোল ও পরিবেশ জাদুঘর, অক্টোবর স্মৃতি জাদুঘর, এম. আর. তরফদার জাদুঘর, প্রাণিবিদ্যা জাদুঘর ও ফিস মিউজিয়াম), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এনাটমি জাদুঘর, ঢাকা মেডিকেল এনটিসি জাদুঘর, বক্সিবাজারের উলফত আরা জাদুঘর, নজরুল একাডেমির নজরুল জাদুঘর, বিমান বাহিনীর সদর দফতর ভবনের বিমান বাহিনী জাদুঘর, ভূতত্ত্ব জরিপ অধিদফতর ভবনের ভূতাত্ত্বিক জাদুঘর, পিলখানার রাইফেলস জাদুঘর, পুরনো কেন্দ্রীয় জেলখানার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও চার জাতীয় নেতার স্মৃতি জাদুঘর, ২৫শে মার্চ স্মৃতি জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ কমপ্লেক্স ও ২ নং. মিরপুরের বাংলাদেশ ব্যাঙ্কের টাকা জাদুঘর অন্যতম। 

এ প্রসঙ্গে স্মরণীয় যে, কেন্দ্রীয় জেলখানাটি বর্তমানে (২০১৬ সাল) বুড়িগঙ্গার ওপাড়ে কেরানিগঞ্জে স্থানান্তরিত হয়েছে। আর পুরনোটির সাথে জড়িয়ে আছে ইতিহাসের নানান প্রসঙ্গ। মূলত এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল সুলতানি আমলে। তাই খ্রি. সতের শতকের শুরুর দিকেও এর পরিচিতি ছিল পুরানা কেল্লা, বাদশাহি কেল্লা প্রভৃতি। এটিকে সংস্কার করেই ইসলাম খান প্রথম এটিতে তার কর্মকেন্দ্র সূচিত করেছিল। তারপর এটি নানানভাবে পরিবর্ধিত ও রূপান্তরিত হয়েছে। পরবর্তী দু’শ বছর ধরে এটির চার পাশ ঘিরেও গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। এমনকি, সুবেদার শায়েস্তা খাঁ তার ঢাকা প্রস্থান কালে এর একটি ফটক বন্ধ করে দিয়ে পরবর্তী শাসকদের জন্য একটি চ্যালেঞ্জ ছুঁড়ে গিয়েছিলেন : আবার যদি কেউ আমার আমলের মতো টাকায় আট মন চা’ল বিক্রির ব্যবস্থা করতে পারেন তবে কেবলমাত্র তিনিই এ ফটক খোলার অধিকার সংরক্ষণ করবেন। এর আশপাশের অধিকাংশ স্থাপনা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেসব নিদর্শনের মধ্যে অন্যতম হলো চুরিহাট্টা মসজিদ (তবে শিলালিপি আজও অক্ষত), নাসওয়ালাগলি, গিরদ-ই কিল্লা প্রভৃতি। টিকে থাকা নিদর্শনের মধ্যে ক’টির বিবরণ এ পুস্তকের অন্যত্র দেয়া হয়েছে। সবচে বড়কথা, খ্রি. উনিশ শতকে এটিতে একটি টাঁকশাল প্রতিষ্ঠিত ছিল। সেসব স্মৃতির ধারাবাহিকতায় বিগত শতকের মাঝামাঝি পর্যন্ত ঢাকাইয়াদের অধিকাংশ উৎসব (বিশেষ করে ঈদ, মহররম) এর আশপাশ থেকে শুরু হতো। বিশেষ করে ঈদ মিছিল এর দক্ষিণপশ্চিম কোণের শায়েস্তাখান শাহি মসজিদ থেকে (দ্বিতল, বর্তমানে পুনর্নির্মিত) শুরু হয়ে নিমতলির দেউড়িতে গিয়ে সমাপ্ত হতো। অংশ নিতেন প্রতীকী নায়েব-নাজিম ও নবাবগণ।

বর্তমানে কেল্লার ভেতর বঙ্গবন্ধুর কারাবাস ও জাতীয় চার শহিদ নেতার স্মৃতি বিজড়িত প্রদর্শনী আয়োজিত হয়েছে।

দক্ষিণপশ্চিম কোণের শায়েস্তাখান শাহি মসজিদ থেকে (দ্বিতল, বর্তমানে পুনর্নির্মিত) শুরু হয়ে নিমতলির দেউড়িতে গিয়ে সমাপ্ত হতো। অংশ নিতেন প্রতীকী নায়েব-নাজিম ও নবাবগণ।

বর্তমানে কেল্লার ভেতর বঙ্গবন্ধুর কারাবাস ও জাতীয় চার শহিদ নেতার স্মৃতি বিজড়িত প্রদর্শনী আয়োজিত হয়েছে।