Thursday, October 8, 2020

Lake-Park, Dhaka

 Lake-Park

In the past there were many canals in different parts of Dhaka city. Among them are Dholai Canal of Old Dhaka, Purana Paltan Canal, Kanthalbagan-Kalabagan-Kawran Canal, Paribagh Canal, Kalyanpur Canal, Jurain Canal, Gulshan Canal and Dhanmondi Canal. Currently only part of the last two are in good condition.

Dhanmondi Lake, Dhaka


Dhanmondi Lake

The current name of Dhanmondi Canal is 'Dhanmondi Lake'. 50 m on average. The canal is 8 m wide. To 9 m. Deep. The whole Dhanmondi area is twisted and twisted for about 10 km. The long flowing canal is still one of the serene natural shelters of urban busy life. As there are multiple bridges over different parts of it, there are green grass carpets with shades on the banks. There are also spiral walkways. Part of it is now known as Rabindra Sarobar.

 Robindro Soroboro, Dhanmondi, Dhaka


No. 8. There is a club-cafe called Dinghy near the bridge. There is also a boat-club next to the glass-enclosed and air-conditioned caf. The cafe offers nanruti, kebabs, burgers, chicken nuggets, sandwiches, etc. Kids Mill> ‘Baby Food’. Paddle boats are available at the boat club. The number is 20. Paddle-boats are available for floating in the canal by paying a fixed fare, just as you can get food from a cafe for a fixed rate. Apart from this, various types of chat rooms have been set up in different parts of the country. They have various gatherings of different people in the morning and afternoon; For example, exercise, health check-ups, collection of nutritious food, organizing cultural events, seclusion with loved ones, etc.

Gulshan-Baridhara Lake-Park, Dhaka


Gulshan-Baridhara Lake-Park

Location on the shores of Gulshan Lake. Two parts. Lake Park covers an area of ​​1.61 hectares. The Horticulture Center covers an area of ​​0.70 hectares. The attraction of the park part is the rare species of coconut trees along the banks. The attraction of the Horticulture Center is the rare species of flowers and fruit trees. The lake is still quite wide and deep.

December 7, 2006 41 no. Gulshan and not 11. A beautiful bridge has been built over the canal in Banani. The bridge is 308 m. Tall and 16 m. Wide.

Other attractions in the Gulshan area include embassies of different countries, various modern buildings and shops for scarce goods. No. 36 after wandering around all day. For the time being, you can eat Fakhruddin's Birani in South Gulshan. This Birani is appreciated in the country and abroad. You too become fascinated.

Dhanmondi Lake , Dhaka

লেক-পার্ক 
অতীতে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে অনেকগুলো খাল ছিল। সেগুলোর মধ্যে পুরান ঢাকার ধোলাই খাল, পুরানা পল্টনের খাল, কাঁঠালবাগান-কলাবাগান-কাওরান খাল, পরীবাগ খাল, কল্যাণপুর খাল, জুরাইন খাল, গুলশান খাল ও ধানমন্ডি খাল অন্যতম। বর্তমানে কেবল শেষের দুটির কিছু অংশ বেড়ানর উপযোগী অবস্থায় আছে।

ধানমন্ডি লেক 
ধানমন্ডি খালের বর্তমান নাম ‘ধানমন্ডি লেক’। গড়ে ৫০ মি. চওড়া এ খাল ৮ মি. থেকে ৯ মি. গভীর। গোটা ধানমন্ডি এলাকাকে ঘুরে-পেঁচিয়ে প্রায় ১০ কিমি. লম্বাভাবে বহতা খালটি বর্তমানেও শহুরে কর্মব্যস্ত জীবনের অন্যতম প্রশান্তিকর প্রাকৃতিক আশ্রয়। এর বিভিন্ন অংশের উপর যেমন একাধিক সেতু আছে তেমনি পাড়ে পাড়ে ছায়াতরুসহ সবুজ ঘাসের গালিচা পাতা আছে। আরও আছে সর্পিল হাঁটাপথ। এরই একাংশ বর্তমানে রবীন্দ্র সরোবর নামে পরিচিত। 
৮ নং. সেতুর কাছে ডিঙ্গি নামে একটি ক্লাব-ক্যাফে আছে। পুরোপুরি কাচ দিয়ে ঘেরা ও শীততাপ নিয়ন্ত্রিত ক্যাফেটির পাশে একটি বোট-ক্লাবও আছে। ক্যাফেটিতে নানরুটি, কাবাব, বার্গার, চিকেন নাগেট, স্যান্ডউইচ প্রভৃতিসহ কিডস মিল> ‘শিশু খাবার’ পাওয়া যায়। বোট-ক্লাবে পাওয়া যাবে প্যাডেল বোট। সংখ্যা ২০টি। নির্দিষ্ট হারের মূল্যের বিনিময়ে যেমন ক্যাফে থেকে খাবার পাওয়া যাবে তেমনি নির্ধারিত ভাড়া পরিশোধ করে খালে ভেসে বেড়ানর প্যাডেল-বোট সহজলভ্য। এ ছাড়া বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে নানান ধরনের আড্ডাঘর। সেগুলোতে সকাল-বিকেল লেগে থাকে নানান মানুষের নানাবিধ সমাগম; যথা-ব্যায়াম, স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাদ্য সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, প্রিয়জনের সাথে নিভৃতাচার ইত্যাদি ইত্যাদি।

গুলশান-বারিধারা লেক-পার্ক 
গুলশান লেকের পাড়ে অবস্থান। দুটি ভাগ। ১.৬১ হেক্টর জায়গা নিয়ে রয়েছে লেকপার্ক। আর ০.৮০ হেক্টর জায়গা নিয়ে আছে হর্টিকালচার সেন্টার। পার্ক অংশের আকর্ষণ পাড়ে পাড়ে বিরল প্রজাতির নারকেল গাছ। হর্টিকালচার সেন্টারের আকর্ষণ বিরল প্রজাতির ফুল ও ফলদ গাছ। লেকটি এখনও বেশ চওড়া ও গভীর।
২০০৮ সালের ৭ই ডিসেম্বর ৪১ না. গুলশান এবং ১১ না. বনানীতে খালের উপর সুদৃশ্য সেতু নির্মিত হয়েছে। সেতুটি ৩০৬ মি. লম্বা এবং ১৬ মি. চওড়া।
গুলশান এলাকার অন্যান্য আকর্ষণ হলো বিভিন্ন দেশের দূতাবাস, আধুনিক নকশার বিচিত্র দালানকোঠা ও দু®প্রাপ্য পণ্যদ্রব্যাদির দোকানপাট। সারা দিন ঘোরাফেরার পর ৩৭ নং. দক্ষিণ গুলশানের ফখরুদ্দীনের বিরানি খেয়ে বেড়ান আপাতত সাঙ্গ করা যায়। দেশ-বিদেশে এ বিরানির কদর রয়েছে। আপনিও বিমোহিত হয়ে উঠুন।

No comments:

Post a Comment