Monday, October 5, 2020

Shankhari Bazaar

Shankhari Bazaar, Dhaka

Shankhari Bazaar

 Islampur and Tantibazar mahalla border of about 162 m. Tall and 12 m. Shankhari Bazar is the name of a wide area. With a walkway in the middle, it is divided into two parts, north and south. There are 156 buildings lined up on either side. Most buildings have three floors. 14 no. The building has two floors. Upstairs is the Kalachand Geo Thakur Temple. 13 no. The building has four floors. Height 9 m. Floor size 1.62 m. 1.82 m. Another has been built adjacent to a building. The buildings are home to a class of artisans named 'Shankhari' with shops. The conch shells are engaged in cutting conch shells and making various types of ornaments. They hold the memory of 'Shankhashilpa', a traditional aspect of the folk life of Bangladesh. At present, however, only 12 buildings import, sell and sell conch shells. Other buildings sell toppers, tips, baskets, masks, shola so-pieces, folk musical instruments, tobacco utensils, shola dolls, jute sticks and bags, and various household items. Besides, the Sekras have also started living. Worshiper of ‘Agyast Rishi’. Apart from this, in Dol, Holi, Lakshmi Puja and New Year, the whole settlement is intoxicated with the rhythm of kholnalache, kartal and dhol. Anagona monkeys can be seen from time to time. There are 3 temples for pujo: Shanidevar temple in Pubmore, 113 no. Radhagobind Mandir and 135 no. Durgamayer temple. On the occasion of New Year, traders of that area worship Ganesha in the morning. Opens a new ledger with a balance sheet. Then he waits to greet the rest of the payers with the red wrapped tile notebook and sweets to collect the last year's dues. When he understands the debt, he entertains the payer. Its name is Halkhata. That is why Dhaka city is a unique place of folklore.




শাঁখারি বাজার 

ইসলামপুর ও তাঁতীবাজার মহল্লা দুটির সীমারেখায় প্রায় ১৮২ মি. লম্বা এবং ১২ মি. চওড়া একটি এলাকার নাম শাঁখারি বাজার। মাঝখানে একটি হাঁটাপথ দিয়ে সেটি উত্তর ও দক্ষিণে দুটি অংশে বিভক্ত। দু’পাশে সারিবদ্ধভাবে ১৫৭টি ভবন আছে। বেশিরভাগ ভবন তিনতলা। ১৪ না. ভবনটি দোতলা। উপরের তলায় রয়েছে কালাচাঁদ জিও ঠাকুরেরমন্দির। ১৩ না. ভবনটি চারতলা। উচ্চতা ৯ মি.। মেঝের আয়তন ১.৮২ মি. দ্ধ ১.৮২ মি.। একটি ভবনের গা ঘেঁষে আর একটি নির্মিত হয়েছে। ভবনগুলোতে ‘শাঁখারি’ নামের একশ্রেণির কারিগরদের বিপণিসহ বসতবাড়ি আছে। শাঁখারিরা শঙ্খ কেটে নানান ধরনের গহনা গড়ার কাজে নিয়োজিত থাকে। সেগুলো বাংলাদেশের লোকজ জীবনের এক ঐতিহ্যিক দিক ‘শাঁখাশিল্প’র স্মৃতি ধরে রেখেছে। বর্তমানে অবশ্য কেবল ১২টি ভবনে শঙ্খ আমদানি, গহনা গড়া ও বিক্রি হয়। অন্যান্য কিছু ভবনে টোপর, টিপ, ডালা, মুখোশ, শোলার সো-পিস, লোকজ বাদ্যযন্ত্র, তামাকাঁসার তৈজসপত্র, শোলার পুতুল, পাটের ছিকা ও থলে এবং বিবিধ গৃহস্থালি দ্রব্যাদি কেনাবেচা হয়। পাশাপাশি সেকরারাও বসবাস করতে আরম্ভ করেছে। ‘অগ্যস্ত ঋষির’ পূজারী। এ ছাড়া দোল, হোলি, লক্ষ্মীপূজা ও নববর্ষে গোটা বসতি খোলনলচে, করতাল ও ঢোলের ছন্দে মাতোয়ারা থাকে। মাঝে মধ্যে বানরেরও আনাগোনা দেখা যায়। পুজোর জন্য রয়েছে ৩টি মন্দির : পুবমোড়ের শনিদেবেরমন্দির, ১১৩ না. রাধাগোবিন্দমন্দির ও ১৩৫ না. দুর্গামায়েরমন্দির। নববর্ষ উপলক্ষে ঐ এলাকার ব্যবসায়ীরা সকালে গণেশের পূজা করে। জমা-ব্যয়ের হিসেব মিলিয়ে নতুন খাতা খোলে। তারপর বিগত বছরের পাওনা আদায়ের লক্ষ্যে লাল মোড়কে বাঁধা টালি খাতা ও মিষ্টি নিয়ে বাকি পরিশোধকারীদের অভ্যর্থনা জানানর অপেক্ষায় থাকে। পাওনা বুঝে পেলে পরিশোধকারীকে আপ্যায়ন করায়। এরই নাম হালখাতা। তাই ঢাকা শহরে লোকজ ঐতিহ্যময় এ-এক অনন্যসাধারণ দর্শনীয় স্থান। 


No comments:

Post a Comment