Wednesday, September 30, 2020

Bhajahari Lodge

 Bhajahari Lodge, Dhaka


 Bhajahari Lodge

No. 36 near the Ranking Street turn. The installation is located in a walled courtyard right next to Tipu Sultan Road (old Madan Mohan Basak Lane). On the south side there is a magnificent archway to enter the courtyard. An empty space will fall first inside. Apart from the south side, there is a two-storey building on the other three sides. In a room in the north-east corner, various upachars used for Laxminarayan Pujo in the past were kept throughout the year. When it was time for pujo, they were taken out and presented in the temple room in the middle of the northern arm, and the pujo was celebrated with pomp and circumstance. At present a part of it is in the possession of Bangladesh Engineering Owners Association and the rest is in the possession of various persons.

Bhajahari Lodge is approximately 150 m. Not 50 in the west. Tipu Sultan Road was the location of another magnificent house until the eighties of the last century. People used to say, Shankhanidhi House. Inside the walled courtyard were basically three buildings. Adjacent to the south wall was a two-story residential building. And in the middle part of the courtyard there is a guest house / dance hall and a temple. At present everything is wiped out. One of the attractions of the two-storey residential building was a row of multi-fold arches in the front, head-to-toe piers, the design below the cornice, the expensive marble wrapped floor, the banister inlaid with the design of the iron staircase, the carvings on the wall coating, etc. Apart from this, Panchnag could be seen in one place. AD The house was built in 1921 by two wealthy men named Lalmohan Saha and Gaurnitai Saha.

ভজহরি লজ 
রেনকিং স্ট্রিট মোড় ঘেঁষে ৩৮ নং. টিপু সুলতান রোডের (পুরাতন মদন মোহন বসাক লেইন) একেবারে পাশেই একটি দেয়াল ঘেরা চত্বরে এ স্থাপনাটির অবস্থান। দক্ষিণ দিকে চত্বরে ঢোকার জন্য একটি জাঁকালো তোরণ রয়েছে। ভেতরে প্রথম পড়বে একটি ফাঁকা জায়গা। সেটির দক্ষিণ দিক ব্যতীত অপর তিন দিকে একটি দোতালা ভবন। উত্তরপুব কোণের একটি কোঠায় অতীতে লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য ব্যবহৃত বিভিন্ন উপাচার সারা বছর সংরক্ষিত থাকত। পুজোর সময় হলে সেগুলো বের করে এনে উত্তর বাহুর মাঝামাঝি অংশের মন্দিরকোঠায় উপস্থাপন করে ধুমধামের সাথে পুজো উদযাপিত হতো। বর্তমানে এর একটি অংশ বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি ও বাকি অংশ বিভিন্ন ব্যক্তির ভোগদখলে রয়েছে। 
ভজহরি লজের আনুমানিক ১৫০ মি. পশ্চিমে ৫০ না. টিপু সুলতান রোডে বিগত শতকের আশির দশক পর্যন্ত আরও একটি জাঁকালো বাড়ির অবস্থান ছিল। লোকে বলত, শঙ্খনিধি হাউজ। সেটির প্রাচীর ঘেরা চত্বরের ভেতরে মূলত তিনটি ভবন ছিল। দক্ষিণের দেয়াল ঘেঁষে ছিল একটি দোতলা আবাসিক ভবন। আর চত্বরের মাঝামাঝি অংশে অতিথিশালা/নাচঘর এবং মন্দির। বর্তমানে সবই নিশ্চিহ্ন। দোতলা আবাসিক ভবনটির অন্যতম আকর্ষণ ছিল সামনে এক সারি বহু ভাঁজ বিশিষ্ট খিলান, শিরতোলা পায়ার্স, কার্নিসের নিচের নকশা, দামি মার্বেল মোড়ান মেঝে, লোহার সিঁড়ির নকশা খচিত বেনিস্টার, দেয়ালের প্রলিপ্তির উপর কারুকাজ প্রভৃতি। এ ছাড়া এক স্থানে দেখা যেত পঞ্চনাগ। খ্রি. ১৯২১ সালে লালমোহন সাহা ও গৌরনিতাই সাহা নামে দু’জন ধনাঢ্য ব্যক্তি বাড়িটি নির্মাণ করেছিলেন।

No comments:

Post a Comment