Ruplal House
Adjacent to the north of Dhaka city Shyambazar 12 no. Location in Farashganj. The westernmost part of the installation, perpendicular to the east-west, extends northwards. There is a verandah in front of this wide part. facade> ‘Exterior’ has a row of six Corinthian pillars. Their torsos are bent. The horizontal cornice has a huge pediment> ‘triangular building’. Apart from the verandah, the other part of the installation is two storeys high. There is an open part to travel to the opposite side of the installation with the middle part. Not far to the east is another similar verandah. The extension extends from the eastern edge of the installation to the north. However, that part can be assumed to be later than the original construction period. There are three attics in some places on the flat roof. Doors and windows have wooden Venetian blinded doors. The stairwell has an iron inlaid frame. The stained glass ornaments can also be seen in the arch's tympanum> 'the triangular part in the middle of the ridge and the top of the arch'.
AD In the early nineteenth century, Shri Ruplal Das, a prominent businessman of Dhaka, built the western part of the establishment for his residence. It was then gradually expanded at various times in need of his successors. The last owners were Shri Jogendra Das and Tarak Nath Das, grandsons of Shri Ruplal Das. They are AD. He left the country for India before the 1971 War of Independence and transferred the ownership of Ruplal House to Mohammad Siddique Jamal, son of Jalal, an Indian immigrant, through a Rotary lawyer in Calcutta. The latter is the last owner of the installation. AD The Jamal family fled to India in 1983. AD In 1974, the government of the People's Republic of Bangladesh requisitioned the 'abandoned house' for the then guards. After the announcement of the abolition of the guards. The installation was declared an abandoned property in 1968. Since then it has been under the control of the Ministry of Public Works.
In the eighties of the last century, some BDR (now BGB> ‘Border Guard Bangladesh’) members lived with their families in different parts of the facility. They do not postagolastha 1243. Was a member of the pole and under the control of the commanding officer. According to a subedar living in the building, they did not have to pay any rent to live in the facility. The other rooms of the establishment are under the control of various business establishments. They are using the rooms for their own work with lease> ‘lease’ from the Ministry of Public Works in return for paying monthly rent. They have been saving the invoices by depositing their payable rent in RGH 39 sector through treasury invoices. As far as is known, in the past the installation served as an adversary of Ahsan Manzil and a part was used as a Rangmahal.
|
Ruplal House, Dhaka |
রূপলাল হাউস
ঢাকা শহরস্থ শ্যামবাজারের সংলগ্ন উত্তর দিকে ১২ নং. ফরাশগঞ্জে অবস্থান। পুব-পশ্চিমে লম্বালম্বিভাবে পরিকল্পিত স্থাপনাটির সর্ব পশ্চিমাংশ উত্তর দিকে প্রসৃত। এ প্রসৃত অংশের সামনের দিকে একটি বারান্দা আছে। facade> ‘বহির্দৃশ্য’-এ আছে ছয়টি করিনথীয় থামের একটি সারি। ওগুলোর ধড় শিরতোলা। অনুভূমিক কার্নিসে আছে একটি বিরাট আকারের pediment> ‘ত্রিকোনাকার অট্টালক’। বারান্দা ব্যতীত স্থাপনাটির অপর অংশ দ্বিতল। মধ্যবর্তী অংশ দিয়ে স্থাপনাটির বিপরীত দিকে যাতায়াতের জন্য আছে একটি উন্মুক্ত অংশ। অনতিদূরের পুবদিকে সম-আকৃতির আর একটি গাড়িবারান্দা দেখা যায়। স্থাপনাটির পুবাংশের প্রান্ত থেকে প্রসৃত অংশ উত্তর দিকে অগ্রসর হয়েছে। তবে সে অংশ মূল নির্মাণযুগের পরবর্তী কালের বলে অনুমান করা যায়। সমতল ছাদের ক’টি স্থানে তিনটি চিলেকোঠা আছে। দরজা ও জানালাগুলোতে কাঠের ভেনেসীয় ব্লাইন্ড সংবলিত কপাট ব্যবহৃত হয়েছে। সিঁড়ির বেড়িতে লোহার অলঙ্করণ খচিত ফ্রেম আছে। খিলানের টিমপেনাম> ‘ধারবেড়ি ও খিলানের শিরোদেশের মাঝামাঝি অংশের ত্রিকোনাকার অংশ’-এ রঙিন কাচের অলঙ্করণও লক্ষ করা যায়।
খ্রি. উনিশ শতকের গোড়ার দিকে ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রূপলাল দাস তার বসবাসের জন্য স্থাপনাটির পশ্চিমাংশ নির্মাণ করেছিল। অতঃপর তার উত্তরাধিকারিদের প্রয়োজনে বিভিন্ন সময়ে ধীরে ধীরে আরও সম্প্রসারিত করা হয়। সর্বশেষ মালিক ছিল শ্রী রূপলাল দাসের পৌত্র শ্রী যোগেন্দ্র দাস ও তারক নাথ দাস। তারা খ্রি. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পূর্বে এ দেশ ত্যাগ করে ভারতে চলে গিয়ে কলকাতার রোটারি উকিলের মাধ্যমে দলিল করে রূপলাল হাউজের মালিকানা ভারতের অভিবাসী জালালের পুত্র মোহাম্মদ সিদ্দিক জামালকে প্রদান করে। শেষোক্ত ব্যক্তিটি স্থাপনাটির সর্বশেষ মালিক। খ্রি. ১৯৭৩ সালে জামাল পরিবার ভারতে পলায়ন করেন। খ্রি. ১৯৭৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিত্যক্ত বাড়িটি তদানীন্তন রক্ষী বাহিনীর জন্য রিকুইজিশন> ‘অধিযাচন’ করে নেন। রক্ষী বাহিনী বিলুপ্তি ঘোষণার পর খ্রি. ১৯৭৬ সালে স্থাপনাটি abandoned property> ‘পরিত্যক্ত সম্পত্তি’ ঘোষিত হয়। এরপর থেকে সেটি পূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে।
বিগত শতকের আশির দশকে স্থাপনাটির বিভিন্ন কোঠায় কিছু বিডিআর (বর্তমান বি.জি.বি> ‘বর্ডার গার্ড বাংলাদেশ’) সদস্য নিজ নিজ পরিবার পরিজনসহ বসবাস করেছিল। তারা পোস্তাগোলাস্থ ১২৪৩ না. খুঁটির সদস্য এবং কমানডিং অফিসারের নিয়ন্ত্রণাধীন ছিল। উক্ত ভবনে বসবাসকারী একজন সুবেদারের নিকট থেকে জানা গেছে যে, স্থাপনাটিতে বসবাসের জন্য তাদেরকে কোনো ভাড়া পরিশোধ করতে হতো না। স্থাপনাটির অপরাপর কোঠাগুলো বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। তারা মাসিক নির্ধারিত হারে ভাড়া প্রদানের বিনিময়ে পূর্ত মন্ত্রণালয় থেকে lease> ‘ইজারা’ নিয়ে কোঠাগুলো নিজ নিজ কাজে ব্যবহার করছে। তারা তাদের প্রদেয় ভাড়া RGH 39 খাতে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে চালান সংরক্ষণ করে আসছে। যতদূর জানা যায় অতীতে স্থাপনাটি আহসান মঞ্জিলের প্রতিপক্ষের ভূমিকা পালন করত এবং একটি অংশ রংমহল হিসেবে ব্যবহৃত হতো।