Saturday, July 18, 2020

Chhota Katra

Chhota Katra

Chhota Katra
Barakatra 162.28 m. Location to the east. The length of the north arm of the installation is 8.5 m, and the length of the east and west arms is 101.1 m each. And the length of the south double arm is 92 m. Not far from the northwest corner is 3.9 m to the west. Extended to the outside and 13 m. A wide two-story gate. Originally built facing the river, the main gate of the installation is located in the middle of the south arm. The three-story gate is 4.8 m from the main wall. Extended to the outside and 11.6 m. Wide. 91 cm on each side. 9.7 m inside with a thick outer wall. There are up to two rows of square (3.3 sq. M. Average) rooms. Each front room is open to the courtyard. The front room is 63 cm with the adjoining room of the outer wall. Isolated with a thick wall and 1.2 m. Accessible to each other through wide doors. The open space between Katra measures 69.1 m. 81 m.

Across the eastern part of the space between the open courtyards is a square (6.3 m) one-room structure known as the Bibi Champar Mazar. Its cornice is horizontal and the roof is covered with a low dome. The weight of the dome is carried by an eight-cornered fringe> ‘neck’ inlaid with lotus-petal design. It is surrounded by four arched doors. The main tomb in the middle of the floor was destroyed long ago. No evidence has yet been found to confirm the identity of Champabibi buried in the grave.

There are two opinions as to when the installation called Chhotakatra was built. A. H. According to Dani in 162 AD and according to Syed Muhammad Taifur in 161 AD. Due to lack of written evidence, no definite conclusion has been reached so far. However, almost all historians agree that it was built by Amir-ul-Umrah Shaista Khan, the Mughal subedar of Bengal. He probably built it for an inn or for his own family to live in. But later Shaista Khan declared the installation as waqf. During the British rule, the installation was in a very dilapidated condition. Later, a Christian missionary named Pastor Shepherd lived in a part of the missionary for a long time and established a school in Katra. The installation then came under the control of the Nawab family of Dhaka. The family used the small quarries as warehouses for coal and lime.

At present, numerous factories, shops and houses have sprung up in the small Katra premises. In each arm are innumerable hard-working people. Some rooms are being used as warehouses and factories. Part of the western arm especially extinct. Other rooms have been modified by adding coating or breaking walls. Even on the north, west and east sides, many rooms of different sizes have been scattered here and there. Pastor Shepherd added a trident-arch and a Corinthian pillar to the south gate. At present (1990 AD) Mr. Tunu Mia, 1 no. Mr. Bachchu Mia of Chhota Katra, Sudhir Chandra Das (1/1, Chhota Katra Ghat Lane) and a few others. It was learned from the tenants living in the rooms that in addition to the above mentioned persons, there are a few other partners in this cut. However, a resident named Kalu Mia (1969) said that he was a regular member of the Dhaka Municipal Corporation in the name of Mr. Sudhir Chandra. The circle is living on the basis of paying taxes and paying rent to the owner. Dense settlements have developed in Katra Chattar. Even shops have been built near the shrine of Champa Bibi. For these reasons, it is difficult to inspect the original architectural plan of Chhotakatra.


Chhota Katra

ছোটকাটরা
বড়কাটরার ১৮২.২৭ মি. পুবে অবস্থান। স্থাপনাটির উত্তর বাহুর দৈর্ঘ্য ৮৬.৫ মি., পুব ও পশ্চিম বাহুর প্রতিটির দৈর্ঘ্য ১০১.১ মি. এবং দক্ষিণের দ্বিতল বাহুটির দৈর্ঘ্য ৯২ মি.। উত্তরপশ্চিম কোণের অনতিদূরের পশ্চিমাংশে আছে ৩.৯ মি. বাইরের দিকে প্রসৃত এবং ১৩ মি. চওড়া একটি দ্বিতল ফটক। মূলত নদীর দিকে মুখ করে নির্মিত স্থাপনাটির প্রধান ফটকের অবস্থান দক্ষিণ বাহুর মধ্যবর্তী স্থানে। ত্রিতল ফটকটি মূল দেয়াল থেকে ৪.৮ মি. বাইরের দিকে প্রসৃত এবং ১১.৮ মি. চওড়া। প্রতিটি বাহুর ৯১ সেমি. পুরু বহির্প্রাচীরের সাথে ঠেস দিয়ে ভেতর ভাগের ৯.৮ মি. পর্যন্ত আছে দু’সারি বর্গাকার (৩.৩ বর্গমি. গড় পরিমাপ) কোঠা। প্রতিটি সামনের কোঠা চত্বরের দিকে উন্মুক্ত। বহির্প্রাচীরের সংলগ্ন কোঠাটির সাথে এর সামনের কোঠাটি ৮৩ সেমি. পুরু একটি দেয়াল দিয়ে বিচ্ছিন্ন এবং ১.২ মি. চওড়া দরজা দিয়ে পরস্পর প্রবেশযোগ্য। কাটরার মধ্যবর্তী উন্মুক্ত চত্বরের পরিমাপ ৬৯.১ মি. দ্ধ ৮১ মি.। 
উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানের পুবাংশ জুড়ে আছে বিবি চম্পার মাজার নামে পরিচিত একটি বর্গাকার (৭.৩ মি.) এককোঠা বিশিষ্ট স্থাপনা। এর কার্নিস অনুভূমিক এবং ছাদ একটি অনুচ্চ গম্বুজ দিয়ে ঢাকা। গম্বুজের ভার বহন করছে পদ্ম-পাপড়ি নকশা খচিত একটি আট-কোনাকার ফৎঁস> ‘ঘাড়’। এর চারদিকে আছে চারটি খিলান-দরজা। মেঝের মধ্যবর্তী অংশের মূল কবরটি বহু পূর্বেই ধ্বংস হয়ে গেছে। কবরে সমাহিত চম্পাবিবির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি।

ছোটকাটরা নামক স্থাপনাটি কবে নির্মিত হয়েছিল এ সম্পর্কে দুটি অভিমত আছে। এ. এইচ. দানি’র মতে ১৬৬২ খ্রিষ্টাব্দে এবং সৈয়দ মুহম্মদ তৈফুরের মতে ১৬৭১ খ্রিস্টাব্দে। লিখিত প্রমাণের অভাবে এ বিষয়ে এযাবৎ কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি। তবে প্রায় সব ঐতিহাসিকই এ বিষয়ে একমত যে, এর নির্মাতা ছিলেন বাংলার মুঘল সুবেদার আমীর-উল-উমরাহ শায়েস্তা খাঁ। তিনি সম্ভবত সরাইখানা অথবা নিজের পরিবারের বসবাসের জন্য এটি নির্মাণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে শায়েস্তা খাঁ স্থাপনাটিকে ওয়াকফ হিসেবে ঘোষণা করেছিলেন। ব্রিটিশ আমলে স্থাপনাটি অত্যন্ত জীর্ণ অবস্থায় টিকে ছিল। পরবর্তীতে পাদ্রী সেফার্ড নামক একজন খ্রিস্টান মিশনারি এর অংশ-বিশেষ সংস্কার করে একটি অংশে দীর্ঘদিন বসবাস করেন এবং কাটরাটিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অতঃপর স্থাপনাটি ঢাকার নবাব পরিবারের নিয়ন্ত্রণে চলে যায়। সে পরিবার ছোট কাটরার বিভিন্ন কোঠাগুলো কয়লা ও চুনের গুদাম হিসেবে ব্যবহার করেছিল। 

বর্তমানে ছোট কাটরা চত্বরে অসংখ্য কলকারখানা, দোকানপাট ও বাড়িঘর গড়ে উঠেছে। প্রতিটি বাহুতে অসংখ্য খেটে খাওয়া মানুষ বসবাস করছে। কোনো কোনো কোঠা গুদাম ও ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। পশ্চিম বাহুর অংশ-বিশেষ বিলুপ্তি প্রাপ্ত। অন্যান্য কোঠাগুলো প্রলিপ্তি সংযোজন করে অথবা দেয়াল ভেঙে বেশ পরিবর্তন করা হয়েছে। এমনকি উত্তর, পশ্চিম ও পুব বাহুর উপর ইতস্তত বিক্ষিপ্তভাবে বিভিন্ন পরিমাপের অনেকগুলো কোঠা নির্মিত হয়েছে। দক্ষিণের ফটকটিতে পাদ্রী সেফার্ড সংযোজন করেছিলেন ত্রয়ী-খিলান ও করিনথীয় পিলার। বর্তমানে (১৯৯০ খ্রি.) এর মালিকানা দাবিদার ব্যক্তিবর্গের মধ্যে আছেন জনাব টুনু মিয়া, ১ না. ছোট কাটরার জনাব বাচ্চু মিয়া, সুধির চন্দ্র দাস (১/১, ছোট কাটরা ঘাট লেইন) এবং আরও কয়েকজন। কোঠাগুলোতে বসবাসকারী ভাড়াটিয়াদের নিকট থেকে জানা গেল যে, উল্লিখিত ব্যক্তিবর্গ ছাড়াও এ কাটরার আরও কয়েকজন অংশীদার রয়েছে। তবে কালু মিয়া নামক একজন বসবাসকারী (১৯৮৯ খ্রি.) ভাড়াটিয়া জানান যে, তিনি নিয়মিত শ্রী সুধির চন্দ্রের নামে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৮ না. সার্কেলে কর পরিশোধ ও মালিককে ভাড়া প্রদানের ভিত্তিতে বসবাস করছেন। কাটরা চত্বরে গড়ে উঠেছে ঘন বসতি। এমনকি চম্পা বিবির মাজারের গা ঘেঁষে নির্মিত হয়েছে দোকানপাট। এসব কারণে ছোটকাটরার মূল স্থাপত্য পরিকল্পনা পরিদর্শন করা কষ্টকর। 


No comments:

Post a Comment