|
Bangladesh Nature
|
|
Map of Bangladesh -1779 (s) Bangladesh
As far as the eye can see, there are 1,43,999 sq km of sea, flat land and mountains under the sky like a huge open umbrella. Bangladesh of expansion. Yojanajora uthalapathala many crop fields, chirping birds, buzzing glade, khudejanagosthira basatisaha elevation and hills, and sapalasaluka sbacchapanira haorabamora smile spread across the whole of the bilajhila said. And how many canals, rivers and streams are flowing through Sesab's chest. Human settlements are peeking out from time to time. Although there are at least four streams in the body shape and religion of the people of the country, there is only one controller of customs and culture - the language that has been growing in the Bengali tradition for thousands of years: Bengali. The controlling force is loud. In 1971, they re-presented their territory to the world. |
|
Map of Bangladesh |
বাংলাদেশ
যেদিকে চোখ যায় সেদিকে বিশাল খোলা ছাতার মতো আকাশের নিচে সাগর, সমতল ভূমি ও পাহাড় ঘেরা ১,৪৩,৯৯৯ বর্গ কিমি. বিস্তারের বাংলাদেশ। যোজনজোড়া নানান ফসলের উথলপাথল মাঠ, পাখির কূজন মুখর বনবীথি, খুদেজনগোষ্ঠীর বসতিসহ টিলা ও পাহাড়, স্বচ্ছপানির হাওরবাঁওড় এবং শাপলাশালুক হেসে থাকা বিলঝিল গোটা বিস্তার জুড়ে রেখেছে। আর সেসবের বুক চিরে কত কত খাল, নদ ও নদী এঁকেবেঁকে বয়ে চলছে। ফাঁকে ফাঁকে মানুষের বসতি উঁকিঝুঁকি মারে। দেশের মানুষের দেহের গড়নে নানান বৈচিত্র্য এবং ধর্মে যদিও কমপক্ষে চারটি ধারা বহতা তথাপি আচার ও কৃষ্টির নিয়ামক একটাই–হাজার বছর ধরে বঙ্গজ ঐতিহ্যে বেড়ে ওঠা ভাষা : বাংলা। এ নিয়ামক শক্তিটির জোরেই খ্রি. ১৯৭১ সালে নিজেদের ভূখণ্ডটিকে তাঁরা বিশ্বের দরবারে নতুন করে তুলে ধরেছেন।
সূত্রঃ বেড়াই বাংলাদেশ
No comments:
Post a Comment