Tuesday, June 23, 2020

Archaeological context of Bangladesh


Archaeological context of Bangladesh
Geologically, the three oldest terrains are: Chittagong Hill Tracts, Moulvibazar including Sylhet and the northern foothills of the Mymensingh Division. This territory also includes the northern marginal areas of Lalmai-Mainamati and Feni districts of Comilla. Judging by age, they are almost contemporary with the Himalayan Awakening (5 million years). From this terrain fossilized> prehistoric> ‘prehistoric’ episodes (0.8 million to 50 millennium years) have been discovered. Newer than that land is the northwestern part of Narsingdi district and metropolis-Dhaka including Madhupur-Bhawalgarh and the Barind region of Rajshahi division (Chapainawabganj, Rajshahi, western part of Naogaon, Joypurhat, northwestern part of Bogra, Dinajpur, Panchagarh and Thakurg). The soil is red and sticky. Called, old sediment. Zamipith waves play. Although the age of this terrain is reduced, it is 0.2 million to 0.1 million years. Various archaeological building ruins> ‘Archaeological ruins’ and movable antiquities> ‘Transferable antiquities’ of the prehistoric period (4th century BC) have been discovered from this section. The rest of the country is flat. The land has fertile gray soil carried by rivers. It is called Nabin Palal. From this part, various historical buildings and ruins of the medieval period (thirteenth-eighteenth century AD) have been discovered.



বাংলাদেশের পুরাতাত্ত্বিক প্রেক্ষাপট

ভূতাত্ত্বিক বিচারে সবচে পুরনো ভূভাগ তিনটি : পার্বত্য জেলাসহ চট্টগ্রাম, সিলেটসহ মৌলভীবাজার এবং ময়মনসিংহ বিভাগের উত্তরদিকের প্রান্তীয় পাহাড়ি পাদদেশ। এ ভূভাগটির মধ্যে কুমিল্লার লালমাই-ময়নামতি ও ফেনী জেলার উত্তরের দিকের প্রান্তীয় অঞ্চলটিও অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। বয়সের বিচারে সেগুলো হিমালয় জেগে ওঠার প্রায় সমকালিক (৫ মিলিয়ন বছর)। এ ভূভাগ থেকেই আবিষ্কৃত হয়েছে prehistoric> ‘প্রাগৈতিহাসিক’ পর্বের (০.৭ মিলিয়ন থেকে ৫০ মিলেনিয়াম বছর) fossilized> ‘প্রস্তরীভূত’ কাঠ-এ ছেঁটেগড়া stone tool>  ‘শিলাস্ত্র’। সে ভূভাগের চেয়ে নবীন হলো মধুপুর-ভাওয়ালগড়সহ নরসিংদী জেলার উত্তরপশ্চিমাংশ ও মহানগরী-ঢাকা এবং রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চল (চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁর পশ্চিম অংশ, জয়পুরহাট, বগুড়ার উত্তরপশ্চিমাংশ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী)। মাটি লাল ও আটালো। বলা হয়, পুরনো পলল। জমিপিঠ ঢেঊ খেলান। এ ভূভাগের বয়স কম করে হলেও ০.২ মিলিয়ন থেকে ০.১ মিলিয়ন বছর। এ অংশ থেকে আবিষ্কৃত হয়েছে আদিঐতিহাসিক পর্বের (খ্রিস্টপূর্ব চার-খ্রি. বার শতক) হরেকরকম archaeological building ruins> ‘পুরাস্থাপত্যিক ধ্বংসাবশেষ’ ও movable antiquities> ‘হস্তান্তরযোগ্য পুরাবস্তু’। দেশের বাদবাকি অংশ সমতল। জমিপিঠে রয়েছে নদীবাহিত উর্বর ধূসর মাটি। বলা হয়, নবীন পলল। এ অংশ থেকে আবিষ্কৃত হয়েছে মধ্যঐতিহাসিক পর্বের (খ্রিস্টীয় তের-আঠার শতক) রকমারি historical building and ruins>  ‘ঐতিহাসিক স্থাপনা ও ধ্বংসাবশেষ’ এবং artifact>  ‘হস্তান্তরযোগ্য পুরাবস্তু’।

১. সম্প্রতি (খ্রি. ২০১৫) আরও যুক্ত হয়েছে ৬৯৪৭৬২.৩ হেক্টর/১৭১৬০৬৩ একর বিশিষ্ট ইতিপূর্বের ছিটমহলের জমি। 
 সূত্রঃ বেড়াই বাংলাদেশ


No comments:

Post a Comment