Tuesday, August 25, 2020

Church & Christian Cemetery , Dhaka

Armenian Church, Dhaka

Armenian Church 

No. 4 Location on Armanitola Road. In the middle of a walled cemetery spread over 0.124584 hectares of land. The church was built in 181. The church has a verandah on the west side of the long rectangular land-plan on the east-west side. Long hall at the back. The edge of this part is apsidal> ‘semicircular’ and accessible through a door. The roof is flat. On the other side, on the verandah part, there is an eight-cornered room with an eight faceted> ‘octagonal’ pinnacle at the top. Except for the semicircular part, there is a long porch on each side. The roof of the balcony is also flat. There are a total of 280 graves with various types of carvings in the cemetery. There is a residential building at the west end. In the north-east corner of the courtyard is a huge archway of a builder. The roof is flat which is built by laying bricks on wooden burgers. The door has two huge wooden doors made by craftsmen. The adjoining residential building was built in AD. In 1909.

Jopmala Church, Dhaka

Jopmala Church 

It is a Catholic church. Located in Tejgaon mahalla. As far as is known, AD. Although first built in 18 AD. It was rebuilt in 1814. The main installation is currently 84.008 m. Dighal and 9.6538 m. Osar prominent. The inside is divided into 4 parts. A total of 12 pillars are carrying the weight of its roof. Only part of the altar survives to this day. It is established on a stage. There are still 43 epitaphs on the wall. Some of them are in English, some are in Armenian and the rest are in English. There are two on each side of the north and south arms and one door on the west. There is a cemetery next to it.


Wari-Narinda Christian Cemetery

On the way from Hatkhola to Laxmibazar, you will fall on the left side of the fringe of Wari and Narinda Mahalla. Surrounded by a wall. Was founded in AD. In 1800. As such, it is the oldest Christian cemetery in Bangladesh. At present its area is about 1.5 hectares. The pub part of the middle part is rich in relatively old graves. There is a pylon> ‘wallplate’ shaped arch to enter this part. The arch is grooved. Beyond that, the first to fall is a two-storied tower-like mausoleum with an 8-meter-high floor. Square and the upper floor is octagonal. A total of 15 m. High. There is a support tower in every corner. The roof is covered with a dome. At the top there is a heavy peak with amalak. Its neck is adorned with a row of lotus petals. There are also small domes on the Thesburuj. However, all the domes are ribbed> ‘Shirtola’. Below the main dome is the fresco> ‘watercolor picture’. Each side is open with arch-doors. It is known that in the past 16 black stone epitaphs / tombstones were pasted inside. At present only 14 are in good condition. However, there is no identity of the buried person in any of them. There are also three graves on a paved platform on the floor. In the remaining part of the courtyard, 25 more old tombs still have various types of monuments and epitaphs. The graves on the north side of the cemetery are also quite interesting. There is a magnificent sculpture on the tomb of Elizabeth. Among the many buried in the cemetery are the famous cartographer James Rennell (164-17 AD) and the infant daughters of Jane Thacker, the famous English priest Reverend Joseph Paget (March 26, 1824), Kuthial Thomas Tick (October, 1850), Nicholas Clarem (15). And the Chinese Unsi Kuan (tomb construction: 1896). Notably, no sculpture was found in any of the tombs.



আর্মেনীয় গির্জা

৪নং. আরমানিটোলা সড়কে অবস্থান। প্রায় ০.১২৪৫৬৪ হেক্টর জমির উপর বি¯তৃত একটি পাঁচিল ঘেরা কবরস্থানের মাঝখানে খ্রি. ১৭৮১ সালে গির্জাটি নির্মিত হয়েছিল। পুব-পশ্চিমে লম্বা আয়তাকার ভূমি-পরিকল্পনায় নির্মিত গির্জাটির পশ্চিম দিকে রয়েছে বারান্দা। পেছনে লম্বা হলঘর। এ অংশের প্রান্তটি apsidal‘আধাবৃত্তাকার’ এবং একটি দরজা দিয়ে প্রবেশযোগ্য। ছাদ সমতল। অপরদিকে, বারান্দা অংশের উপর রয়েছে একটি আট-কোনাকার কোঠা যেটার চূড়ায় একটি eight faceted‘আটপলাকার’ শিখর-গম্বুজ শোভা পাচ্ছে। আধাবৃত্তাকার অংশ ব্যতীত অপর অংশের প্রতি দিকে লম্বা অলিন্দ আছে। অলিন্দের ছাদও সমতল। কবরস্থানে নানান ধরনের কারুকাজ করা মোট ২৭০টি পাকা কবর আছে। পশ্চিম প্রান্তে রয়েছে একটি আবাসিক ভবন। চত্বরের উত্তরপুব কোণে আছে একটি ভবনাকারের বিশাল তোরণ। ছাদ সমতল যা কাঠের বরগার উপর ইট বিছিয়ে নির্মিত। দরজায় রয়েছে কারুকাজকরা কাঠের তৈরি বিরাট দুটি কপাট। এর সংলগ্ন আবাসিক ভবনটি নির্মিত হয়েছিল খ্রি. ১৯০৯ সালে।

japmala Curch, Dhaka

জপমালা রানির গির্জা 
এটি একটি ক্যাথলিক গির্জা। তেজগাঁ মহল্লায় অবস্থিত। যতদূর জানা যায়, খ্রি. ১৬৭৭ সালে প্রথম নির্মিত হলেও খ্রি. ১৭১৪ সালে পুনর্নির্মিত হয়েছিল। মূল স্থাপনাটি বর্তমানে ৬৪.০০৮ মি. দিঘল ও ৯.৭৫৩৬ মি. ওসার বিশিষ্ট। ভেতরটি মোট ৪ অংশে বিভক্ত। সেটির ছাদের ভার বহন করছে মোট ১২টি থাম। কেবল বেদি অংশটি আজ অবধি আদি অবস্থায় টিকে আছে। সেটি একটি মঞ্চের উপর প্রতিষ্ঠিত। দেয়ালে আজও ৪৩টি এপিটাফ> ‘কবরফলক’ সাঁটান রয়েছে। সেগুলোর কোনোটি ইংরেজি, কোনোটি আর্মেনীয় এবং অবশিষ্টগুলো ইংরেজি ভাষ্য বহন করছে। উত্তর ও দক্ষিণ বাহুর প্রতিটিতে দুটি করে এবং পশ্চিমে একটি দরজা রয়েছে। পাশে রয়েছে কবরস্থান। 

Wari-Narinda Christian Cemetery, Dhaka


ওয়ারী-নারিন্দা খ্রিস্টান গোরস্থান
হাটখোলা থেকে লক্ষ্মীবাজার যাওয়ার পথে ওয়ারী ও নারিন্দা মহল্লা দুটির প্রান্তীয় অংশে হাতের বাঁয়ে পড়বে। চারদিক প্রাচীর ঘেরা। প্রতিষ্ঠিত হয়েছিল খ্রি. ১৬০০ সালে। সে হিসেবে এটি বাংলাদেশের সবচে পুরনো খ্রিস্টান গোরস্থান। বর্তমানে এর আয়তন প্রায় ১.৫ হেক্টর। মাঝামাঝি ভাগের পুব অংশটি অপেক্ষাকৃত পুরনো কবর সমৃদ্ধ। এ অংশে প্রবেশ করার জন্য একটি pylon> ‘দেয়ালপট’ আকারের খিলান-তোরণ রয়েছে। খিলানটি খাঁজকাটা। সেটি পেরিয়ে প্রথমে পড়ে বাইরের দিক থেকে দেখতে এমন একটি দোতলা টাওয়ারের মতো সমাধিভবন যেটির নিচের তলাটি ৭ মি. বর্গাকার এবং উপর তলাটি আট-কোনাকার। মোট ১৫ মি. উঁচু। প্রতি কোনায় একটি করে ঠেসবুরুজ রয়েছে। ছাদ একটি গম্বুজ দিয়ে ঢাকা। চূড়ায় রয়েছে আমলকসহ ভারী চূড়াদণ্ড। সেটির ঘাড় একসারি পদ্মপাপড়ি দিয়ে শোভিত। ঠেসবুরুজের উপরও রয়েছে অণুগম্বুজ। তবে সবগুলো গম্বুজই ribbed>  ‘শিরতোলা’। আবার মূল গম্বুজটির নিচে আছে fresco>  ‘জলরং ছবি’। প্রতিটি দিকই খিলান-দরজা দিয়ে উন্মুক্ত। এর ভেতর অতীতে ১৮টি কালোপাথরের এপিটাফ/কবরফলক সাঁটান ছিল বলে জানা যায়। বর্তমানে কেবল ১৪টি যথাবস্থায় রয়েছে। তবে কোনোটিতেই সমাহিত ব্যক্তির পরিচয় নেই। এ ছাড়া মেঝের উপর একটি পাকা মঞ্চে পাশাপাশি তিনটি কবর রয়েছে। চত্বরের অবশিষ্ট অংশে আরও ২৫টি পুরনো কবরে এখনও বিভিন্ন ধরনের স্মারকসৌধ ও এপিটাফ আছে। কবরস্থানের উত্তরাংশের কবরগুলোও বেশ আকর্ষণীয়। জনৈকা এলিজাবেথের কবরের উপর রয়েছে একটি অপূর্ব ভাস্কর্য। গোরস্থানটিতে সমাহিত অনেকের মধ্যে বিখ্যাত মানচিত্রকর জেমস রেনেল (১৭৬৪-১৭৭৭ খ্রি.) ও জেন থ্যাকারের শিশুকন্যাগণ, খ্যাতনামা ইংরেজ পাদ্রি রেভারেন্ড জোসেফ প্যাগেট (মার্চ ২৬, ১৭২৪), কুঠিয়াল টমাস টিক (অক্টোবর, ১৭৫০), নিকোলাস ক্লেরেম বল্ট (নভেম্বর, ১৭৫৫) এবং চৈনিক উনসি কুয়ান (সমাধি নির্মাণ : ১৭৯৬ খ্রি.) অন্যতম। লক্ষণীয় যে, কোনো কবরে ভাস্কর্য পাওয়া যায়নি। 




No comments:

Post a Comment