Thursday, August 20, 2020

Hosni Dalan

 Hosni Dalan, Dhaka
 

Hosni Dalan

This is an Imambara installation. AD It was built in 1642 by the then Mughal general Mir Murad. One of the meeting places of Shia-Muslims. On the east side of the TSC, take the Bakshibazar-bound road and proceed south to the Chankhampul crossroads 400 m. Location at a distance. At present the amount of land is 0.124584 hectares. First there will be an archway of individual architecture. When you enter through the arch, you will see a huge square. The main Imambara in the middle. Built on a rectangular foundation plan, the two-storey building has an underground part, a large hall in the middle, a balcony around it and many rooms of different ranges in different parts. There is a support tower in each of the four corners of the installation. Place a headless cupola> ‘molecule’ on it with a high umbrella. The edges of the flat roof are decorated with a row of lotus-petal designs. Door and window arches are grooved. Inside are paintings of Imam Husain with gloves, swords, costumes, armor, umbrellas and portraits of horses. To the south of the building there is a quadrangular pond. In the northwest corner are the graves of a few naib-nazims and Mughal officials. All installations are built with Itsurki. The walls are coated with limestone. AD Eighteenth century patterns. Mourning gatherings are held on the occasion of Karbala Day on the 8th to 10th of every Muharram. On this occasion a huge fair was held. Next to it, there are several factories for making traditional food bakharkhani of Dhaka.


হোসনি দালান

এটি একটি ইমামবারা স্থাপনা। খ্রি. ১৬৪২ সালে তদানীন্তন মুঘল সেনাধ্যক্ষ মীর মুরাদ কর্তৃক নির্মিত হয়েছিল। শিয়া-মুসলিমদের অন্যতম মিলন কেন্দ্র। টিএসসির পুবপাশ দিয়ে সোজা বকশিবাজারগামী সড়ক ধরে দক্ষিণে এগিয়ে চানখাঁপুল নামক চৌরাস্তার ৪০০ মি. দূরত্বে অবস্থান। বর্তমানে জমির পরিমাণ ০.১২৪৫৬৪ হেক্টর। প্রথমে স্বতন্ত্র ভবনাকারের একটি তোরণ পড়বে। তোরণ পেরিয়ে ভেতরে প্রবেশ করলে বিশাল চতুরস্র চত্বর। মাঝখানে মূল ইমামবারা। আয়তাকার ভিত-পরিকল্পনার উপর নির্মিত দোতলা ভবনটির নিচে একটি ভূগর্ভস্থ অংশ, মাঝখানে বিশাল হলঘর, চারদিকে বেলকনি ও বিভিন্ন অংশে নানান পরিসরের বহু কোঠা রয়েছে। স্থাপনাটির চার কোণের প্রতিটিতে একটি করে ঠেসবুরুজ রয়েছে। এর উপর উঁচু ছত্রীসহ শিরতোলা cupola> ‘অণুগম্বুজ’ বসান। সমতল ছাদের কিনারা একসারি পদ্ম-পাপড়ির নকশা দিয়ে শোভিত। দরজা ও জানালার খিলানগুলো খাঁজকাটা। ভেতরে ইমাম হোসেনের পাঞ্জা, তরবারি, সাজ-পোশাক, বর্ম, ছত্র ও ঘোড়ার প্রতিকৃতিসহ চিত্রকর্ম সংরক্ষিত আছে। ভবনটির দক্ষিণে পাড়বাঁধান একটি চতুরস্র পুকুর আছে। উত্তরপশ্চিম কোণে কয়েকজন নায়েব-নাজিম ও মুঘল কর্মকর্তার পাকা কবর আছে। সব ক’টি স্থাপনাই ইটসুরকি দিয়ে নির্মিত। দেয়ালে চুনকামসহ প্রলিপ্তি আছে। খ্রি. আঠার শতকের নিদর্শন। প্রতি মহররম মাসের ৬ থেকে ১০ তারিখে কারবালা দিবস উপলক্ষে শোক-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিরাট মেলা বসে। পাশেই ঢাকার ঐতিহ্যময় খাবার বাখরখানি তৈরির একাধিক কারখানা রয়েছে। 


No comments:

Post a Comment