Monday, August 3, 2020

Dhakeswari Temple

Dhakeswari Temple,  Dhaka


Dhakeswari Temple
Fort-Aurangabad 300 m. no 10 to the northeast. The location of the temple on the orphanage road. There are two clusters of temples. There are four similar (Shivling) temples in a cluster in the western part. They are set on a common platform in a row arranged in the east-west. Each one has a room. The roof of each is covered with a short chauchala peak. Each temple has an arched doorway on each side except the north side. The faces of the arches are grooved. To the east is a south-facing temple (Santoshimata). At its rear are three rooms lined to the east-west and a spacious verandah at the front. The middle room is large in range. Each room is attached to the veranda by an arch-door. The roof of each of the adjoining rooms gradually became smaller and was built in four steps with short spiers. The roof of the middle room is shaped like Banglachala and South Indian Khakkar Deul Michelle. The top has lotus apex> ‘Padmachuri’ with finial> ‘Churadanda’. The roof of the verandah is flat above and vaulted inside> ‘translucent’. At the western end of the whole courtyard there is a long dighi to the north-south. Saturn and Santoshi Mata are regularly worshiped in the temple. Recently, the head has been reformed and given a new look. According to conventional folklore, AD. Built in the seventeenth century and reformed during the British East India Company period.

Dhakeswari Temple,  Dhaka

ঢাকেশ্বরী মন্দির
কেল্লা-ঔরঙ্গাবাদের ৩০০ মি. উত্তরপুব দিকে ১০নং এতিমখানা সড়কে মন্দিরটির অবস্থান। দু’গুচ্ছ মন্দির আছে। পশ্চিম অংশের একটি গুচ্ছে রয়েছে একই ধরনের চারটি (শিবলিঙ্গ) মন্দির। সেগুলো পুবপশ্চিমে বিন্যস্ত এক সারিতে একটি অভিন্ন মঞ্চের উপর প্রতিষ্ঠিত। প্রতিটি এককোঠা বিশিষ্ট। প্রতিটির ছাদ একটি খর্বাকার চৌচালা শিখরে ঢাকা। প্রতিটি মন্দিরের উত্তর দিক ব্যতীত অবশিষ্ট প্রতিটি দিকে একটি করে খিলান-দরজা রয়েছে। খিলানগুলোর মুখ খাঁজকাটা। পুবদিকে রয়েছে একটি দক্ষিণমুখী মন্দির (সন্তোষীমাতা)। এর পেছনের অংশে পুব-পশ্চিমে সারিবদ্ধ তিনটি কোঠা এবং সামনে একটি অপরিসর বারান্দা আছে। মাঝের কোঠাটি পরিসরে বড়। প্রতিটি কোঠা বারান্দার সাথে একটি খিলান-দরজা দিয়ে যুক্ত। পাশের প্রতিটি কোঠার ছাদ ক্রমে ছোট হয়ে খর্বাকার শিখরাকারে চারটি ধাপে নির্মিত। মাঝের কোঠার ছাদ বাংলাচালা এবং দক্ষিণভারতীয় খাক্কর দেউল মিশেল আকৃতি ধারণ করেছে। চূড়ায় রয়েছে lotus apex> ‘পদ্মচূড়ি’সহ finial> ‘চূড়াদণ্ড’। বারান্দার ছাদ উপরে সমতল ও ভেতরেvaulted>‘আধানলাকার’। গোটা চত্বরের পশ্চিম প্রান্তে উত্তর-দক্ষিণে লম্বা একটি দিঘি আছে। মন্দিরটিতে নিয়মিত শনি ও সন্তোষী মাতার পূজা হয়। সম্প্রতি আপাদমস্তক সংস্কার করে নতুন রূপ দেয়া হয়েছে। প্রচলিত লোককাহিনি অনুযায়ী খ্রি. সতের শতকে নির্মিত এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে সংস্কারকৃত। 

No comments:

Post a Comment