Gurudwara Nanakshahi. Dhaka |
Gurudwara Nanakshahi
Also known as ‘Gurudwara Nanakshahi’. It is located on the east side of the gate of the Kala Bhaban of Dhaka University. 9 m. The one-domed structure on a square land plan is accessible from the south. There is a large hall in the center. It contains the scriptures of the Sikh community 'Granthasaheb'. There is a small room on each side and corner of the hall. They are passable through each other's arch-doors. There is an additional room attached to the south side. Although the roof is flat, the main part is covered with a dome shaped like the dome of the Taj Mahal. Arch doors and windows. The number is 15. Next to it is another small installation called 'Guruka Langar'. According to the conventional folk belief AD. Sixteenth century patterns. Every Friday (10.00 am to 1.00 pm) prayers (kirtan with musical instruments, recitation of hymns and recitation of books) are held at the Gurudwara. At the end of the prayer, a feast is given to the audience. Similar institutions can be seen in Banglabazar (Tegbahadur Astana), Chawkbazar and Pahartali in Chittagong and A. in Mymensingh. B. On the cave road. Similar installations on the city of Sylhet and the city-Dhaka Urdu Road and English Road are now extinct.
Monotheistic Sikhism was founded by Guru Nanak Dev (1489-1539 AD), a native of the Punjab. His followers are formless and omnipresent worshipers of God. He has to be satisfied through praise and meditation according to the rules. Religious leaders are called gurus. The sum of the words of the main gurus is 'Granthasaheb'. This is what the followers of these religions consider as their holy scriptures. Their places of worship are called 'Gurudwaras'.
In front of Kala Bhavan (west of Gurudwara Nanakshahi) the memorial sculpture of the War of Liberation is another interesting place in Bengal. Nearby is the tomb of national poet Kazi Nazrul Islam in the northeast corner of Kalabhavan Chattar and in the TSC courtyard. There is a Greek tomb built in 1915. Curzon Hall is on the west side of the square. Mosques and graves of Isa Khan's son Musa Khan, including the tombs of Muhammad Shahidullah, Shilpacharya Zainul Abedin and artist Kamrul Hasan.
গুরুদুয়ারা নানকশাহী
‘গুরুদুয়ারা নানকশাহী’ নামেও পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ফটকের লাগোয়া পুব দিকে এর অবস্থান। ৯ মি. বর্গাকার ভূমি-পরিকল্পনার উপর একগম্বুজ বিশিষ্ট এ স্থাপনাটি দক্ষিণদিক থেকে প্রবেশযোগ্য। কেন্দ্রে একটি চতুরস্র বড় হলঘর রয়েছে। এতে শিখ সম্প্রদায়ের ধর্মগ্রন্থ ‘গ্রন্থসাহেব’ সংরক্ষিত আছে। হলঘরটির প্রতিটি দিক ও কোণে একটি করে ছোট কোঠা রয়েছে। সেগুলো পরস্পর খিলান-দরজা দিয়ে যাতায়াতযোগ্য। দক্ষিণদিকে আরও একটি বাড়তি কোঠা সংযোজিত রয়েছে। ছাদ সমতল হলেও মূল অংশটি তাজমহলের গম্বুজের আদলে নির্মিত একটি গম্বুজ দিয়ে ঢাকা। দরজা ও জানালাগুলো খিলান করা। সংখ্যা ১৫টি। পাশে আরও রয়েছে ‘গুরুকা লঙ্গর’ নামের আরও একটি ছোট স্থাপনা। প্রচলিত লোক বিশ্বাস অনুযায়ী খ্রি. ষোল শতকের নিদর্শন। প্রতি শুক্রবার (সকাল ১০.০০ থেকে দুপুর ১.০০টা) গুরুদুয়ারায় প্রার্থনা (বাদ্য বাজনাসহ কীর্তন, স্তবপাঠ ও গ্রন্থসাহেব পাঠ) অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে সমাগতদের ভোজ দেয়া হয়। অনুরূপ প্রতিষ্ঠান আরও দেখা যায় বাংলাবাজার (তেগবাহাদুর আস্তানা), চট্টগ্রামের চকবাজার ও পাহাড়তলি এবং ময়মনসিংহের এ. বি. গুহ সড়কে। সিলেট শহর এবং শহর-ঢাকার উর্দু রোড ও ইংলিশ রোডের অনুরূপ স্থাপনাগুলো বর্তমানে নিশ্চিহ্ন।
একেশ্বরবাদি শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন পাঞ্জাবের বাসিন্দা গুরু নানক দেব (১৪৬৯-১৫৩৯ খ্রি.)। তাঁর অনুসারীগণ নিরাকার ও সর্বত্র বিদ্যমান ঈশ্বর’র উপাসক। নিয়মবদ্ধ পদ্ধতি অনুযায়ী প্রশংসা ও ধ্যানের মাধ্যমে তাঁকে সন্তুষ্ট করতে হয়। ধর্মীয় নেতাদের গুরু বলা হয়। প্রধান প্রধান গুরুগণের বাণীর সমষ্টি হলো ‘গ্রন্থসাহেব’। সেটিকেই এ ধর্মাবলম্বীগণ তাদের পবিত্র ধর্মগ্রন্থ বিবেচনা করে থাকে। তাদের উপাসনালয়গুলোকে বলা হয় ‘গুরুদুয়ারা’।
কলাভবনের সামনে (গুরুদুয়ারা নানকশাহীর পশ্চিমে) মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অপরাজয়ে বাংলা এ এলাকার আর এক আকর্ষণীয় স্থাপনা। এর অদূরে কলাভবন চত্বরের উত্তরপুব কোণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি এবং টিএসসি অঙ্গনে খ্রি. ১৯১৫ সালে নির্মিত একটি গ্রিক সমাধিভবন রয়েছে। কার্জন হল চত্বরের পশ্চিমাংশে রয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিসহ ঈসা খাঁ’র পুত্র মুসা খাঁ’র মসজিদ ও কবর।
No comments:
Post a Comment