Monday, June 29, 2020

DHAKA DIVISION


 Dhaka Division Map

DHAKA
Dhaka is the most important district of Bangladesh. Because, its administrative center is the capital of Bangladesh, the administrative center of the division, the center of communication and the geographical center. The present area of ​​the district is 260 sq. Km. It is bounded on the west by the Buriganga and Turag, on the east by the Shitalaksha, and on the south by the Buriganga basin. High here, low there. Kaliganga, Banshi, Dhaleshwari and Bali flow at different ends of the interior. So in addition to road communication, launches with boats ply on waterways somewhere.



The residents are both industrious and hospitable. So you can walk freely in any end. Apart from that, the language of the residents is also easy to understand. Even in Gaogeram, food with vehicles is readily available. 



ঢাকা

বাংলাদেশের সবচে গুরুত্বপূর্ণ জেলার নাম ঢাকা। কারণ, এর প্রশাসনিক কেন্দ্রটিই হলো বাংলাদেশের রাজধানী, বিভাগীয় প্রশাসনিক কেন্দ্র, যোগাযোগের কেন্দ্রস্থল এবং ভৌগোলিক মধ্যস্থল। জেলাটির বর্তমান বিস্তৃৃতি ২৭০ বর্গ কিমি.। পশ্চিমে বুড়িগঙ্গা ও তুরাগ, পুবে শীতলক্ষা এবং দক্ষিণে বুড়িগঙ্গার বেষ্টিনীর মধ্যে আবদ্ধ এ ভূভাগ কম করে হলেও ০.২ মিলিয়ন বছরের পুরনো পললে গড়া। এখানে উঁচু তো ওখানে নিচু। ভেতরের বিভিন্ন প্রান্তে বহতা রয়েছে কালীগঙ্গা, বংশী, ধলেশ্বরী ও বালি। সুতরাং সড়কপথের যোগাযোগ ছাড়াও কোথাও কোথাও নৌপথে নৌকাসহ লঞ্চ চলাচল করে।


অধিবাসীগণ একাধারে পরিশ্রমী ও অতিথিপরায়ণ। তাই যেকোনো প্রান্তে স্বাচ্ছন্দে বেড়ান যায়। তা ছাড়া অধিবাসীদের ভাষাও সহজবোধ্য। এমনকি গাওগেরামেও যানবাহনসহ খাবারদাবার সহজলভ্য।

No comments:

Post a Comment