Fort-lalbagh, Dhaka |
Kella-Aurangabad
Located next to Kazi Riaz Uddin Road in Lalbagh mahalla on the banks of Buriganga. Hence it is now better known as ‘Lalbagh Fort’ or ‘Lalbagh Fort’. The fort, built in a four-pronged plan, is now 328 m north-south. And 234 m east-west. Wide. But many people think that the original expansion was more. Those who hold this view believe that the construction of the fort was carried out in two phases and was eventually abandoned unfinished. Signs of two construction periods have been found in various archaeological digging operations conducted so far. There are also two opinions as to when the construction started. According to one side, Subedar Shaista Khan started the construction work during the first period of Subedari period (164-17 AD). According to the opinion of the other side, Azam Shah, the nephew of Aurangzeb, the emperor of Delhi, started the construction work during his subedari period (17-189 AD). The second opinion is based on the indirect information of an inscription kept in the mosque which is inside the fort. However, AD. In 189, William Hedges, an official of the British East India Company, mentioned that he had seen palaces, prisons and barracks inside the fort. However, the following patterns still survive.
There is a three-domed mosque in the middle of the western edge. In the architectural style of the mosque, the Mughal conventionalized> ‘traditional’ ideal form is observed. Along the mosque there is a tomb> ‘Samadhi Bhavan’ accessible from all sides on the east side. It is known as the shrine of Paribibir (daughter of Subedar Shaista Khan according to popular belief). One of the features is a small ornamental dome wrapped in copper foil in the center of the roof, corbel to carry the weight of the roof> pieces of black stone arranged in ‘thakakar’ style, cenotaph covered with marble strip> ‘tomb covering’, marble lattice in the windows Until the eighties of the last century, there was a mound with an artificial fountain at the south end of the fort. According to the oral tradition, it is a tunnel whose path extends beyond the fort to the banks of the river Buriganga. Recent excavations, however, have uncovered several habitable rooms and attics and pools with roof gardens. The search for a stairway accessible from its roof has also been uncovered. There is also an awkward gate to go out of the fort from that part.
There is a two-storied structure to the east along the Paribibi shrine. One of the attractions of the east-facing installation is the two-storey roof built in the form of an ideal dochala. In addition, there is the use of sandstone pillars in the two-storey part to carry the weight of the roof. There is an artificial fountain in the center of the middle room downstairs. There is an extra part to the west of it. In the middle of this part there is a bathroom with a low platform surrounded by a drain, a toilet in the south-east corner and a toilet in the south-west corner. The walls on the west and north sides have watering holes. Below this floor are some underground rooms. The rooms were probably used for water supply and sewage treatment. So all in all the installation can be called a hammam> ‘bathroom-restroom’. Cover the entire bathroom floor with colorful tiles. Except for this part, the rest is being used as a museum. To the west is a paved quadrangular pond. The rest of the fort is surrounded by beautiful square gardens with fountains in the center and walkways on all four sides.
The fort is surrounded by high and thick walls. There are a few bastions on the south wall. Signs of lined windows can be seen on the southern part of the west wall. The large artillery in the southwest corner is angular and open all around. It probably had a dome on its roof in the past. At the east end of the south wall is a large three-story archway. He saw the position of ‘Nakibasthan’ on two verandas in a row vertically on either side of the arch on the outside of the arch, suggesting that this was the Sadar-arch of the fort during the Subedari period. The arch frame of the arch is decorated with sandstone in the ‘perimeter’ and the stucco in the tympanum> ‘limestone’ spice with bee ornamentation. Adjacent to the west side is a large artillery. At the bottom of the artillery are several rooms of different sizes and a small gate leading out of the fort. Along the gate to the south of the fort was a mosque (now Lalbagh Shahi Mosque or Hafezji Huzur Mosque area) built during the subedari period of Emperor Farrukhshiar (1603-1615 AD) outside the fort. It is therefore assumed that its other installations, including the artillery, are examples of the second phase of the fort's construction. There is also a two-storied building-arch at the east end of the north wall of the fort. It is smaller in size than the Sadar-arch. On the other hand, there is another simple arch near the west end of the same wall. This arch is currently being used for the entry and exit of visitors.
Fort-lalbagh, 1875 |
কেল্লা-ঔরঙ্গাবাদ
বুড়িগঙ্গার পাড় ঘেঁষে লালবাগ মহল্লায় কাজী রিয়াজ উদ্দীন রোডের পাশে অবস্থান। তাই বর্তমানে ‘লালবাগ কেল্লা’ বা ‘লালবাগ দুর্গ’ নামে অধিক পরিচিত। চতুরস্র পরিকল্পনায় নির্মিত দুর্গটি বর্তমানে উত্তর-দক্ষিণে ৩২৭ মি. এবং পুব-পশ্চিমে ২৩৪ মি. বিস্তৃৃত। কিন্তু মূল বিস্তৃতি আরও বেশি ছিল বলে অনেকের ধারণা। এ ধারণা যাঁরা পোষণ করেন তাঁদের বিশ্বাস দুর্গের নির্মাণ কাজ দুটি পর্বে পরিচালিত হয়েছিল এবং শেষে অসমাপ্ত অবস্থায় পরিত্যক্ত হয়েছিল। এযাবৎ পরিচালিত বিভিন্ন archaeological digging> ‘প্রত্নোৎখনন’এ দুটি নির্মাণপর্বের চিহ্ন পাওয়া গেছে। কার আমলে নির্মাণ শুরু হয়েছিল এ বিষয়েও দুটি মতামত রয়েছে। এক পক্ষের মতামত অনুযায়ী সুবেদার শায়েস্তা খাঁ তার প্রথম পর্বের সুবেদারি আমলে (১৬৬৪-১৬৭৭ খ্রি.) নির্মাণ কাজ শুরু করেছিল। অপর পক্ষের মতামত অনুযায়ী দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের আত্মজ যুবরাজ-সুবেদার আজম শাহ তার সুবেদারি আমলে (১৬৭৮-১৬৭৯ খ্রি.) নির্মাণ কাজ শুরু করেছিল। দ্বিতীয় মতটির ভিত দুর্গের ভেতর যে মসজিদটি রয়েছে সে মসজিদে রক্ষিত একটি শিলালেখের পরোক্ষ তথ্যের উপর প্রতিষ্ঠিত। যাহোক, খ্রি. ১৬৮৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির কর্মকর্তা উইলিয়াম হেজেস দুর্গটির ভেতর প্রাসাদ, হাজত ও সেনা-ছাউনি দেখেছেন বলে উল্লেখ করেছেন। তবে বর্তমানে টিকে আছে নিম্নোক্ত নিদর্শন।
একেবারে পশ্চিম প্রান্তের মাঝামাঝি অংশে আছে একটি তিনগম্বুজ মসজিদ। সে মসজিদের স্থাপত্যশৈলীতে মুঘল conventionalized> ‘প্রথাসিদ্ধ’ আদর্শ রূপ পরিদৃষ্ট হয়। মসজিদটির বরাবর পুবদিকে চারদিক থেকে প্রবেশযোগ্য একটি tomb> ‘সমাধিভবন’ রয়েছে। সেটি পরিবিবির (প্রচলিত বিশ্বাস অনুযায়ী সুবেদার শায়েস্তা খাঁ-এর কন্যা ) মাজার নামে পরিচিত। অন্যতম বৈশিষ্ট্য ছাদের কেন্দ্রে তামার পাতে মোড়া একটি ছোট আকারের আলঙ্কারিক গম্বুজ, ছাদের ভার বহনের জন্য corbel> ‘থাকাকার’ পদ্ধতিতে সাজান কালোপাথর খণ্ড, মার্বেল পট্টে ঢাকা cenotaph> ‘কবরাচ্ছাদন’, জানালায় মর্মর পাথরের জালি ও কেন্দ্রীয় কোঠায় লতাপাতার অলঙ্করণ সমৃদ্ধ টাইলস। বিগত শতকের আশির দশক পর্যন্ত মাজারটির বরাবর দক্ষিণে দুর্গের দক্ষিণ প্রান্ত ঘেঁষে কৃত্রিম ফোয়ারামুখ সংবলিত একটি ঢিবি ছিল। মানুষের মুখে মুখে প্রচলিত থাকা তথ্য অনুযায়ী সেটি একটি সুড়ঙ্গমুখ যার পথ দুর্গের বাইরে বুড়িগঙ্গা নদীর পাড় অবধি চলে গেছে। তবে সাম্প্রতিক প্রত্নোৎখননে ওটার ভেতর আবাসযোগ্য একাধিক কোঠা এবং ছাদে বাগানসহ চাতাল ও চৌবাচ্চা আবি®কৃত হয়েছে। সেটির ছাদ থেকে ভেতরে প্রবেশযোগ্য একটি সিঁড়ির সন্ধানও অনাবৃত হয়েছে। আবার ঐ অংশ থেকে দুর্গের বাইরে যাওয়ারও একটি অপরিসর ফটক রয়েছে।
পরিবিবির মাজারের বরাবর পুবদিকে রয়েছে একটি দ্বিতল স্থাপনা। পুবমুখী ঐ স্থাপনাটির অন্যতম আকর্ষণ আদর্শ দোচালা আকারে নির্মিত দ্বিতলের ছাদ। এ ছাড়া ছাদের ভার বহনের জন্য রয়েছে দোতলা অংশে বেলেপাথরের থামের ব্যবহার। নিচের তলার মাঝের কোঠার কেন্দ্রে একটি কৃত্রিম ফোয়ারা রয়েছে। সেটার পশ্চিমে একটি বাড়তি অংশ আছে। এ অংশের মাঝখানে চারদিকে নালি ঘেরা একটি অনুচ্চ মঞ্চসহ গোছলঘর, দক্ষিণপুব কোণে একটি শৌচাগার ও দক্ষিণপশ্চিম কোণে একটি প্রসাধনকোঠা রয়েছে। পশ্চিম ও উত্তর দিকের দেয়াল পানি তোলার ফোকরযুক্ত। এর মেঝের নিচে রয়েছে ক’টি ভূগর্ভস্থ কোঠা। কোঠাগুলো সম্ভবত পানি সরবরাহ ও বিষ্ঠা পরিষ্কারকরণের কাজে ব্যবহৃত হতো। সুতরাং সব মিলিয়ে স্থাপনাটিকে একটি হাম্মাম> ‘গোছলখানা-বিশ্রামাগার’ বলা যায়। গোটা গোছলকোঠার মেঝে রংবেরঙ’র টাইলস দিয়ে মোড়ান। বর্তমানে এ অংশটি ব্যতীত অবশিষ্ট অংশ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমে রয়েছে একটি শানবাঁধা চতুরস্র পুকুর। দুর্গের বাকি অংশ কেন্দ্রে ফোয়ারা ও চার পাশে হাঁটাপথ ঘেরা সুবিন্যস্ত চৌকোনাকার খণ্ড খণ্ড অংশ সংবলিত দৃষ্টিনন্দন বাগান জুড়ে রেখেছে।
দুর্গের চারদিক উঁচু ও মোটা পাঁচিল দিয়ে ঘেরা। দক্ষিণ পাঁচিলে ক’টি bastion> ‘তোপমঞ্চ’ রয়েছে। পশ্চিম দেয়ালের দক্ষিণ অংশের উপর সারিবদ্ধ জানালার চিহ্ন দেখা যায়। দক্ষিণপশ্চিম কোণের বড় তোপমঞ্চটি আটকোনাকার এবং চারদিকে খোলা। সম্ভবত সেটির ছাদে অতীতে একটি গম্বুজ ছিল। দক্ষিণ পাঁচিলের পুব প্রান্তে একটি তিনতলা বড় আকারের তোরণ রয়েছে। সে তোরণের বাইরে দিকের খিলানের দু’পাশের প্রতিপাশে উল্লম্ব^ভাবে এক সারিতে দুটি ঝুল-বারান্দায় ‘নকিবস্থান’র অবস্থান দেখে অনুমিত হয় যে, সুবেদারি আমলে এটিই ছিল দুর্গের সদর-তোরণ। তোরণটির খিলানের frame> ‘প্রান্তবন্ধনি’তে বেলেপাথর এবং টাইমপেনামে জমাটবদ্ধ stucco> ‘চুনবালিজাত’ মশলায় মৌচাক অলঙ্করণ বিধৃত রয়েছে। লাগোয়া পশ্চিম পাশে আছে সবচে বড় আকারের একটি তোপমঞ্চ। তোপমঞ্চটির নিচের অংশে বেশ ক’টি বিভিন্ন আকারের কোঠা এবং দুর্গের বাইরে যাওয়ার একটি ছোট ফটক রয়েছে। ফটকটির বরাবর দক্ষিণে দুর্গের বাইরে অতীতে সম্রাট ফররুখশিয়ারের সুবেদারি আমলে (১৭০৩-১৭১৫ খ্রি.) নির্মিত একটি মসজিদ (বর্তমান লালবাগ শাহি মসজিদ বা হাফেজজি হুজুর মসজিদ এলাকা) ছিল। তাই অনুমিত হয় যে, তোপমঞ্চটিসহ এর অন্যান্য স্থাপনাগুলো দুর্গের দ্বিতীয় নির্মাণ পর্বের নিদর্শন। দুর্গের উত্তর পাঁচিলের পুব প্রান্তেও একটি দ্বিতল ভবন-তোরণ রয়েছে। সেটি আকারে সদর-তোরণের চেয়ে ছোট। অপরদিকে, একই পাঁচিলের পশ্চিম প্রান্তের কাছাকাছি আরও একটি সাদামাটা খিলান-তোরণ রয়েছে। এ তোরণটিই বর্তমানে দর্শকদের প্রবেশ-বহির্গমনের জন্য ব্যবহৃত হচ্ছে।
No comments:
Post a Comment