Ahsan Manzil, Dhaka. |
Located in Kumartuli area on the banks of river Buriganga. A royal house. AD In the nineteenth and twentieth centuries, the house simultaneously served as the residence and kashari of the Nawab family of Dhaka, as an anti-Congress meeting place and, to a large extent, a national guest house. Surrounded by a wall.
There is an archway in the middle of the north wall. In the middle of the interior there are two huge two-storied palaces in a vertical pattern from east to west. The palace on the west side is older than the palace on the east side and is known as 'Andarmahal'. The east side was called Rangmahal. The architecture of both palaces is almost the same with few exceptions. The Rangmahal is the most interesting. 125.4 m east-west. 26.75 m long and north-south. Wide. There is a porch on both the north and south sides. There is again a wide royal staircase over the south driveway through which visitors can climb directly upstairs to the stairwell. Upstairs you will find a large living room with a wooden deck on the east side, a library on the north side and 4 small rooms on the very east side. On the other side, on the west side of the staircase there is a pool with wooden deck, Hindustani Kotha on the north and 4 small Kothas on the very western end. Similarly, on the east side of the ground floor, there are 6 small rooms with a large dining room with different colored tiles and on the west side there is a large courtroom with similar design of the dining room, on the north side there is a billiard room and on the far west side there is a strong room.
In the center of the flat roof on the upper floor of the Rangmahal is an octagonal dome with an eight-cornered pavilion-shaped neck. The porch is lined with Corinthian pillars and arches. Originally made of bricks and limestone, the roof of the palace has been supported by wooden beams and barges. The wooden doors on the outside of the doors and windows are covered with Venetian blinds, and the doors on the inside are painted and crafted. The presence of similar craftsmanship can also be noticed on the stairs of the stairwell on the upper floor. So by visiting this palace, a newcomer can fully enjoy the architectural layout of the mixed Eastern and European architectural style.
Originally Sheikh Enayet Ullah, the zamindar of Faridpur, used this house as a Rangmahal. But later its ownership passed to Nawab Abdul Ghani of Dhaka. AD He renovated it in 1859-182 and renamed it 'Ahsan Manzil' after his son. At present, as a branch museum of the Bangladesh National Museum, it exhibits various specimens of the Nawabi period and is open to the public as per the schedule of the National Museum. This will be discussed again in the Bangladesh National Museum section. At the end of the tour, you can cross the gate and walk east to the residence of Nilkuthiyal Wise (now the branch office of Bulbul Lalitkala Academy).
Ahsan Manzil, Dhaka. 1967 |
আহসান মঞ্জিল
বুড়িগঙ্গা নদীর পাড় ঘেঁষে কুমারটুলি এলাকায় অবস্থান। একটি রাজকীয় বাড়ি। খ্রি. উনিশ-বিশ শতকে এ বাড়ি একাধারে ঢাকার নবাব পরিবারের বাসভবন ও কাছারি, কংগ্রেস বিরোধী সভাস্থল এবং অনেকাংশে জাতীয় পর্যায়ের অতিথিশালার ভূমিকা পালন করত। চারদিক পাঁচিল ঘেরা।
উত্তরের পাঁচিলের মাঝখানে একটি তোরণ রয়েছে। ভেতরের মাঝামাঝি অংশে পুব-পশ্চিমে লম্বালম্বি বিন্যাসে দুটি বিশাল দোতলা প্রাসাদ আছে। পশ্চিম দিকের প্রাসাদটি পুবের প্রাসাদের চেয়ে পুরনো এবং ‘অন্দরমহল’ নামে পরিচিত। পুবদিকেরটিকে রংমহল বলা হতো। সামান্য ব্যতিক্রম ব্যতীত উভয় প্রাসাদের স্থাপত্য প্রায় একই রকম। রংমহলটি সবচে বেশি আকর্ষণীয়। পুব-পশ্চিমে ১২৫.৪ মি. লম্বা এবং উত্তর-দক্ষিণে ২৮.৭৫ মি. চওড়া। উত্তর ও দক্ষিণের উভয় পাশে একটি করে গাড়িবারান্দা আছে। দক্ষিণদিকের গাড়িবারান্দার উপর দিয়ে আবার একটি চওড়া রাজকীয় সোপান আছে যা দিয়ে অভ্যাগতরা সরাসরি উপরের তলার সিঁড়িমঞ্চ ঘরে উঠে যেতে পারে। উপর তলায় উঠলে পুবদিকে কাঠের পাটাতন বিশিষ্ট বড় একটা বৈঠকখানা, উত্তরে গ্রন্থাগার ও একেবারে পুবপ্রান্তে ৪টি ছোট ছোট কোঠা পাওয়া যাবে। অপরদিকে, সোপানের পশ্চিম পাশে আছে কাঠের পাটাতন বিশিষ্ট একটি জলসাঘর, উত্তরে হিন্দুস্থানী কোঠা এবং একেবারে পশ্চিম প্রান্তে ৪টি ছোট আকারের কোঠা। অনুরূপভাবে নিচের তলার পুবপাশে আছে নানান রঙের টাইলস বিছান একটি বড় আকারের খাবারঘরসহ ৬টি ছোট আকারের কোঠা এবং পশ্চিমপাশে খাবারঘরের অনুরূপ নকশাওয়ালা বড় আকারের দরবারঘর, উত্তরপাশে বিলিয়ার্ড কোঠা ও একেবারে পশ্চিমপ্রান্তে একটি স্ট্রংরুম।
রংমহলের উপরের তলার সমতল ছাদের কেন্দ্রে একটি আট-কোনাকার পেভেলিয়ন আকারের ঘাড়ের উপর একটি আটপলাকার গম্বুজ বসান আছে। বারান্দায় রয়েছে সারিবদ্ধ করিনথীয় থাম ও খিলান। মূলত ইট ও চুনসুরকি দিয়ে নির্মিত প্রাসাদটির ছাদের ভার বহনের জন্য কাঠের কড়ি ও বরগা ব্যবহৃত হয়েছে। দরজা ও জানালাগুলোর বাইরের দিকের কাঠের কপাটগুলোতে ভেনেসীয় ব্লাইন্ড এবং ভেতরের দিকের কপাটগুলোর ক্ষেত্রে নানান রং ও কারুকাজ করা কাচ ব্যবহৃত হয়েছে। একই ধরনের কারুকাজের উপস্থিতি উপর তলার সিঁড়িমঞ্চ ঘরের সিঁড়িতেও লক্ষ করা যায়। সুতরাং এ প্রাসাদে বেড়িয়ে একজন আগন্তুক মুসলিম ও ইউরোপীয় মিশ্রণজাত পুবাঞ্চলীয় স্থাপত্য ধারা উদ্ভূত স্থাপত্যিক বিন্যাস পুরোপুরি উপভোগ করতে পারবেন।
মূলত ফরিদপুরের জমিদার শেখ এনায়েত উল্লাহ এ বাড়িটিকে রংমহল হিসেবে ব্যবহার করত। কিন্তু পরবর্তীকালে এর মালিকানা ঢাকার নবাব আব্দুল গনির নিকট চলে যায়। খ্রি. ১৮৫৯-১৮৭২ সালে তিনিই এটিকে সংস্কার করে নিজ পুত্রের নামে ‘আহসান মঞ্জিল’ নামকরণ করেন। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা জাদুঘর হিসেবে এতে নবাবি আমলের বিভিন্ন নিদর্শন প্রদর্শিত হচ্ছে এবং জাতীয় জাদুঘরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দর্শকদের জন্য খোলা রাখা হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর অংশে এ সম্পর্কে পুনরায় আলোচনা করা হবে। বেড়ান শেষে ফটক পেরিয়ে পুবদিকে নীলকুঠিয়াল ওয়াইজের বসতভবনটি (বর্তমান বুলবুল ললিতকলা একাডেমি’র শাখা অফিস) ঘুরে আসতে পারেন।